টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামত ৩১ দফা নিয়ে কর্মশালা

- Update Time : ০২:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৯ Time View
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘রাষ্ট্র মেরামত ৩১ দফা’ নিয়ে একটি কর্মশালা আয়োজন করেছে।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম শুক্কুর, বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম শেখ মোঃ সুমন এই কর্মশালায় দলের শীর্ষস্থানীয় নেতা, বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, মহানগর মহিলা দলের সভাপতি খাদিজা আক্তার বিনা,সাবেক ছাত্রদলের নেতা প্রত্যায় বেপারী, পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপু দেওয়ান,টঙ্গী পৃর্ব থানা মহিলা দলের সভাপতি কনা,মহিলা দলের নেত্রী ফেরদৌসী,পূর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি এবং পারুল আক্তার পারভিনআক্তার।
জিয়া পরিষদের আইনজীবী এডভোকে লিটন,সেচ্চাসেবক দলের নেতা রাতুল ভুইয়া, আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা জনি,৫৫নং ওয়ার্ড বিএনপির নেতা মনির হোসেন, বিএনপির নেতা আবু শাকের,হাজী জহিরুল,৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাদ মাহমুদ জালাল,৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক,৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিপন, ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মাস্টার প্রমুখ।
কর্মশালায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র মেরামত ৩১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই দফাগুলোর বাস্তবায়ন দেশের গণতন্ত্র ও উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, “বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে। রাষ্ট্র মেরামত ৩১ দফা তারই একটি অংশ। আমরা আশা করি, এই দফাগুলোর মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে।”কর্মশালায় অংশগ্রহণকারীরা রাষ্ট্র মেরামত ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা এই দফাগুলোকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই দফাগুলো নিয়ে দেশব্যাপী প্রচার চালাবে এবং জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে।