টঙ্গী জংশনে নির্মাণাধীন শেড থেকে পরে ফোরম্যানের মৃত্যু

- Update Time : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ৩৫৩ Time View
টঙ্গী রেলওয়ে জংশনে নির্মাণাধীন শেড থেকে পরে মিজানুর রহমান (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ।
নিহত মিজানুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সটিরজান গ্রামের শহিদ মিস্ত্রীর ছেলে। সে টঙ্গী জংশন এলাকায় উন্নয়ন প্রকল্পের একাংশের ফোরম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় নির্মাণাধীন শেডের ফোরম্যানের দায়িত্বে ছিলেন নিহত মিজানুর। সকাল সাড়ে আটটার দিকে নিরাপত্তা বেল্ট ছাড়া শেডের উপরে উঠেন তিনি। এসময় পা পিছলে উপর থেকে নিচে পরে গেলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।