ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ১০ Time View

জো ডন বেকার

না ফেরার দেশে পাড়ি জমালেন জেমস বন্ড খ্যাত অভিনেতা জো ডন বেকার। জেমস বন্ডের তিনটি ছবিতে বেকারের অসাধারণ অভিনয় মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। গত ৭ মে তার মৃত্যু হয় বলে জানিয়েছে অভিনেতার পরিবার। মৃত্যুর কারণ এখনও অজানা ৮৯ বছর বয়সী এই বর্ষীয়ান হলিউড অভিনেতার।

১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি টেক্সাসে জন্মগ্রহণ করেন জো ডন বেকার। দুই বছর মার্কিন সেনাবাহিনীতে কাজ করেন তিনি। হানি ওয়েস্ট টেলিভিশন সিরিজের মাধ্যমে ১৯৬৫-তে তার অভিনয়ে হাতেখড়ি। প্রথম কাজেই বাজিমাৎ।

১৯৬৭-তে কুল হ্যান্ড লুক-এ অভিনয়ের প্রস্তাব পান। এরপর ১৯৭৩-এ ক্যারিয়ারে বিগ ব্রেক। ওয়াকিং টল-এ শরিফ বাফর্ড পোজার চরিত্রে বেকারের অভিনয় তুমুল প্রশংসিত হয়। সেই সাফল্যেরই পরই তিনি সুযোগ পান জেমস বন্ডে অভিনয়ের।

এছাড়াও অভিনেতার ঝুলিতে রয়েছে লিভিং ডেলাইটস, গোল্ডেন আই, টুমরো নেভার ডাইজ-এর মতো সফল কাজ।

দীর্ঘ পাঁচ দশক দাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন বেকার। চার্লি ভ্যারিক, দ্য ন্যাচারাল, কেপ ফিয়ার, ফ্লেচ, মার্স অ্যাটাকস, রিয়েলিটি বাইটসের মতো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের সিরিজ আইশিড-এও কাজ করেছেন। ক্লাসিক শো গানস্মোক, মিশন ইম্পসিবল, ইন দ্য হিট অব নাইট-এ অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা।

ব্রিটিশ মিনিসিরিজ ‘এজ অফ ডার্কনেস’-এ অভিনয়ের জন্য বাফটা (BAFTA) পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১২ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ ছবি ‘মাড’। ২০২৪-এই অভিনয় থেকে অবসর নিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে সন্তানসুখ পাননি জো ডন বেকার। ক্যালিফোর্নিয়ার মিশন হিলসে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক
Update Time : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

না ফেরার দেশে পাড়ি জমালেন জেমস বন্ড খ্যাত অভিনেতা জো ডন বেকার। জেমস বন্ডের তিনটি ছবিতে বেকারের অসাধারণ অভিনয় মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। গত ৭ মে তার মৃত্যু হয় বলে জানিয়েছে অভিনেতার পরিবার। মৃত্যুর কারণ এখনও অজানা ৮৯ বছর বয়সী এই বর্ষীয়ান হলিউড অভিনেতার।

১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি টেক্সাসে জন্মগ্রহণ করেন জো ডন বেকার। দুই বছর মার্কিন সেনাবাহিনীতে কাজ করেন তিনি। হানি ওয়েস্ট টেলিভিশন সিরিজের মাধ্যমে ১৯৬৫-তে তার অভিনয়ে হাতেখড়ি। প্রথম কাজেই বাজিমাৎ।

১৯৬৭-তে কুল হ্যান্ড লুক-এ অভিনয়ের প্রস্তাব পান। এরপর ১৯৭৩-এ ক্যারিয়ারে বিগ ব্রেক। ওয়াকিং টল-এ শরিফ বাফর্ড পোজার চরিত্রে বেকারের অভিনয় তুমুল প্রশংসিত হয়। সেই সাফল্যেরই পরই তিনি সুযোগ পান জেমস বন্ডে অভিনয়ের।

এছাড়াও অভিনেতার ঝুলিতে রয়েছে লিভিং ডেলাইটস, গোল্ডেন আই, টুমরো নেভার ডাইজ-এর মতো সফল কাজ।

দীর্ঘ পাঁচ দশক দাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন বেকার। চার্লি ভ্যারিক, দ্য ন্যাচারাল, কেপ ফিয়ার, ফ্লেচ, মার্স অ্যাটাকস, রিয়েলিটি বাইটসের মতো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের সিরিজ আইশিড-এও কাজ করেছেন। ক্লাসিক শো গানস্মোক, মিশন ইম্পসিবল, ইন দ্য হিট অব নাইট-এ অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা।

ব্রিটিশ মিনিসিরিজ ‘এজ অফ ডার্কনেস’-এ অভিনয়ের জন্য বাফটা (BAFTA) পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১২ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ ছবি ‘মাড’। ২০২৪-এই অভিনয় থেকে অবসর নিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে সন্তানসুখ পাননি জো ডন বেকার। ক্যালিফোর্নিয়ার মিশন হিলসে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।