ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা, অভিষেক হচ্ছে মাহিদুলের ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন গ্রেপ্তার কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব খালেদা জিয়া হাসপাতালে নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে যেতে চাই না : সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পেট্রল পাম্পে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু ব্যাংককে প্রধান বিচারপতির সঙ্গে থাইল্যান্ডের বিচারমন্ত্রীর বৈঠক ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভায় ডিইউজে নির্বাচনে ঐক্যবদ্ধ প্যানেলের সিদ্ধান্ত গৃহীত

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক সন্ধ্যায়

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১১৮৩ Time View

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক সন্ধ্যায়

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘জরুরি বৈঠক’ করবে ঐকমত্য কমিশন। আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫ সই অনুষ্ঠানকে সামনে রেখে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠেয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।

বিকেলের বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

ঐকমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা বসব।’ জুলাই সনদের চূড়ান্ত কপি গতকাল মঙ্গলবার দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। আগামী শুক্রবার সনদ সই হওয়ার কথা। তবে, এটি কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে এখনো ঐকমত্য হয়নি।

সনদের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে দলগুলো একমত হলেও, ভোটের তারিখ ও পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে। কয়েকটি দল সনদে সই করার আগে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট করার দাবি করছে।

Please Share This Post in Your Social Media

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক সন্ধ্যায়

নিজেস্ব প্রতিবেদক
Update Time : ০৫:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘জরুরি বৈঠক’ করবে ঐকমত্য কমিশন। আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫ সই অনুষ্ঠানকে সামনে রেখে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠেয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।

বিকেলের বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

ঐকমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা বসব।’ জুলাই সনদের চূড়ান্ত কপি গতকাল মঙ্গলবার দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। আগামী শুক্রবার সনদ সই হওয়ার কথা। তবে, এটি কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে এখনো ঐকমত্য হয়নি।

সনদের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে দলগুলো একমত হলেও, ভোটের তারিখ ও পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে। কয়েকটি দল সনদে সই করার আগে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট করার দাবি করছে।