ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো
  • Update Time : ০৯:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ৮৯ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই। বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ নিজে জীবন দিয়ে আমাদের জীবন দানে উৎসাহ দিয়েছেন ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে।

আমরা জীবন দানের প্রেরণা যুগ যুগ ধরে লালন করি। দেশ পুর্নগঠনে আমরা যাত্রা শুরু করেছি। দেশ গঠনে রংপুরের ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভুমিক রাখবে। রংপুরের ছাত্রসমাজের কর্মকান্ড সারা দেশের ছাত্রসমাজকে অনুপ্রাণিত করবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাই পদযাত্রার ম্যাসেজ দেশের আনাচে কানাচে প্রচার করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার পদযাত্রায় শামিল হতে হবে। বিজয় আমাদের নিশ্চিত হবেই।

মঙ্গলবার (১ জুলাই)সন্ধ্যায় রংপুরের লালবাগ এলাকায় সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাবনপুরে পৌছান এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা।

কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এসময় শহিদ আবু সাঈদের মায়ের কাছে দোয়া নেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, রংপুর মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব, এনসিপি নেতা আলমগীর নয়ন, শান্তি কাদেরী, রুস্তম আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।  পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রা’ শুধু কর্মসূচি নয়, এটি দেশ গঠনের জন্য দরকারি উদ্যোগ।

আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলব। আমরা তুলে ধরব আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন। জুলাই সনদ শুধু দাবি নয়, এটি অঙ্গীকার। বাংলার প্রতিটি প্রান্তে আমরা যাব। জনগণকে মাথা তুলে দাঁড়াতে উৎসাহিত করব।

এই পথচলা থেমে যাবে না। আমরা জুলাই পদযাত্রার ঘোষণা করেছি এবং আজকে থেকে সেই পদযাত্রার শুরু হয়ে গেছে। এই জুলাই পদযাত্রা দেশ গড়ার পদযাত্রা। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট শহিদ আবু সাঈদ চত্বর থেকে শুরু হয় জুলাই পদযাত্রা।

পদযাত্রাটি নগরীর লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানীর মোড় হয়ে টাউন হল থেকে কাচারী বাজার ডিসির মোড় থেকে মেডিকেল মোড় হয়ে চেকপোষ্টে গিয়ে শেষ হয়। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি চলবে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো
Update Time : ০৯:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই। বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ নিজে জীবন দিয়ে আমাদের জীবন দানে উৎসাহ দিয়েছেন ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে।

আমরা জীবন দানের প্রেরণা যুগ যুগ ধরে লালন করি। দেশ পুর্নগঠনে আমরা যাত্রা শুরু করেছি। দেশ গঠনে রংপুরের ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভুমিক রাখবে। রংপুরের ছাত্রসমাজের কর্মকান্ড সারা দেশের ছাত্রসমাজকে অনুপ্রাণিত করবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাই পদযাত্রার ম্যাসেজ দেশের আনাচে কানাচে প্রচার করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার পদযাত্রায় শামিল হতে হবে। বিজয় আমাদের নিশ্চিত হবেই।

মঙ্গলবার (১ জুলাই)সন্ধ্যায় রংপুরের লালবাগ এলাকায় সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাবনপুরে পৌছান এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা।

কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এসময় শহিদ আবু সাঈদের মায়ের কাছে দোয়া নেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, রংপুর মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব, এনসিপি নেতা আলমগীর নয়ন, শান্তি কাদেরী, রুস্তম আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।  পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রা’ শুধু কর্মসূচি নয়, এটি দেশ গঠনের জন্য দরকারি উদ্যোগ।

আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলব। আমরা তুলে ধরব আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন। জুলাই সনদ শুধু দাবি নয়, এটি অঙ্গীকার। বাংলার প্রতিটি প্রান্তে আমরা যাব। জনগণকে মাথা তুলে দাঁড়াতে উৎসাহিত করব।

এই পথচলা থেমে যাবে না। আমরা জুলাই পদযাত্রার ঘোষণা করেছি এবং আজকে থেকে সেই পদযাত্রার শুরু হয়ে গেছে। এই জুলাই পদযাত্রা দেশ গড়ার পদযাত্রা। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট শহিদ আবু সাঈদ চত্বর থেকে শুরু হয় জুলাই পদযাত্রা।

পদযাত্রাটি নগরীর লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানীর মোড় হয়ে টাউন হল থেকে কাচারী বাজার ডিসির মোড় থেকে মেডিকেল মোড় হয়ে চেকপোষ্টে গিয়ে শেষ হয়। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি চলবে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত।