জুবায়েদ হত্যার বিচার চেয়ে টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

- Update Time : ০৩:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ২২৬ Time View
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. জুবায়েদ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ সমাবেশে বলেন, “সাম্য, পারভেজসহ এই সরকারের আমলে যত্রতত্রভাবে ছাত্রদল নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আমরা আমাদের ভাই জুবায়েদের হত্যার বিচার চাই।”
ছাত্রদলের সদস্য সচিব মো. আলা উদ্দিন সুমন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল রক্ত দিয়েছে, কিন্তু এখনো আমরা কোনো বাস্তব পরিবর্তন দেখতে পাইনি। আজও ছাত্রদল নেতারা হত্যার শিকার হচ্ছেন, অথচ সুষ্ঠু তদন্তের কোনো উদ্যোগ দেখা যায় না। আমরা দ্রুত আইনি পদক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত চাই।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি বলেন, “ছাত্রদলের আর কত রক্ত দিতে হবে? এত হত্যার পরও কোনো ঘটনার বিচার হয়নি। আমরা জুবায়েদ হত্যার দৃশ্যমান বিচার চাই, নতুবা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে সরকারের নীরবতা উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তারা রাজনৈতিক সহিংসতা বন্ধ ও শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে ছাত্রদল নেতারা ঘোষণা দেন, জুবায়েদ হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচি ও আইনগত আন্দোলন অব্যাহত রাখবেন।
গতকাল রোববার রাজধানীর আরমানীটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জুবায়েদ নিহত হন। এ ঘটনায় ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়