ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পূজা দেখতে বেরিয়ে ‘ধর্ষণের’ শিকার স্কুলছাত্রী ক্রিকেটের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন: তামিম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়কে ভয় দেখানো হতো : হাসনাত আব্দুল্লাহ লবণের ট্রাকে ইয়াবা পাচারের মামলায় চালকের যাবজ্জীবন রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করায় ৩০০ কোটির ক্ষতিপূরণ গুনছে ইউটিউব পুরান ঢাকাকে আগের ঐতিহ্যে ফিরিয়ে নিবো – আলহাজ্ব আব্দুর রহমান

জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার একটি যোগসূত্র তৈরী হয় -ছারছীনা পীর

নওরোজ অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ১৭৫ Time View

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা সকাল-সন্ধ্যা বিভিন্ন ইবাদাত করি। তবে সকল ইবাদাতের রূহ তথা অন্তর হচ্ছে মহান আল্লাহর জিকির। মহান আল্লাহ তায়ালা বান্দাদের সর্বাবস্থায় অধিকহারে তাঁর জিকির করার নির্দেশ দিয়েছেন। জিকিরকারী ব্যক্তির দৃষ্টান্ত হলো জীবিত ব্যক্তিদের মতো। আর যারা জিকির করে না, তাদের অন্তর মরে যায় যদিও তারা জীবিত থাকে। জিকিরের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় এবং বান্দা মহান আল্লাহর দয়া ও মাগফিরাত লাভের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। এককথায় জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার একটি যোগসূত্র তৈরী হয়। তাই হক্কানী পীর-মাশায়েখ, আওলিয়ায়ে কেরামগণ সর্বপ্রথম জিকিরের তা’লীম প্রদান করেন। উদাহরণস্বরূপ তিনি বলেন- মাটি পুড়তে পুড়তে যেমন ইট হয়ে যায়, সেই ইট মাটি নষ্ট করতে পারেনা। তেমনি জিকির করতে করতে অন্তর নরম হয়ে যায়, সেই দেহ মাটিতেও খায় না।

বরিশাল জেলার গৌরনদী উপজেলাধীন পশ্চিম আধুনা দারুস সুন্নাত ছালেহিয়া মুহেব্বিয়া দীনিয়া কমপ্লেক্স ময়দানে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) -এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার একটি যোগসূত্র তৈরী হয় -ছারছীনা পীর

নওরোজ অনলাইন ডেস্ক
Update Time : ০৩:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা সকাল-সন্ধ্যা বিভিন্ন ইবাদাত করি। তবে সকল ইবাদাতের রূহ তথা অন্তর হচ্ছে মহান আল্লাহর জিকির। মহান আল্লাহ তায়ালা বান্দাদের সর্বাবস্থায় অধিকহারে তাঁর জিকির করার নির্দেশ দিয়েছেন। জিকিরকারী ব্যক্তির দৃষ্টান্ত হলো জীবিত ব্যক্তিদের মতো। আর যারা জিকির করে না, তাদের অন্তর মরে যায় যদিও তারা জীবিত থাকে। জিকিরের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় এবং বান্দা মহান আল্লাহর দয়া ও মাগফিরাত লাভের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। এককথায় জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার একটি যোগসূত্র তৈরী হয়। তাই হক্কানী পীর-মাশায়েখ, আওলিয়ায়ে কেরামগণ সর্বপ্রথম জিকিরের তা’লীম প্রদান করেন। উদাহরণস্বরূপ তিনি বলেন- মাটি পুড়তে পুড়তে যেমন ইট হয়ে যায়, সেই ইট মাটি নষ্ট করতে পারেনা। তেমনি জিকির করতে করতে অন্তর নরম হয়ে যায়, সেই দেহ মাটিতেও খায় না।

বরিশাল জেলার গৌরনদী উপজেলাধীন পশ্চিম আধুনা দারুস সুন্নাত ছালেহিয়া মুহেব্বিয়া দীনিয়া কমপ্লেক্স ময়দানে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) -এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।