‘জি এম কাদের গ্রেপ্তার না হলে সচিবালয় ঘেরাও’

- Update Time : ১০:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৩৪২ Time View
জি এম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার। তিনি বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব।’
এদিকে, রাত ৮টার পরে ফের জাপা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।