জাবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

- Update Time : ০৮:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৪৫ Time View
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা রবিবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীমা সুলতানা লাকি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীম রেজা।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের দিনটি শুধু তাঁর জন্মদিন নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেমের জন্যই আমরা আজ একটি স্বাধীন দেশের নাগরিক। তাঁর অবদান ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কেমন হতো, তা কল্পনা করাও কঠিন।”
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়