আওয়ামী লীগের ‘ক্লিন ইমেজ’ ব্যক্তিদের মনোনয়ন দেবে জাপা: মোস্তফা

- Update Time : ০৭:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯৬১ Time View
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ, মামলা নেই ও শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিস ওভার কাম করতে হলে অবশ্যই তাদের মনোনয়ন দিবো। যেহেতু আমরা ৩’শ আসনে প্রার্থী দিবো। যেমন ধরেন ফরিদপুর, গোপালগঞ্জে আওয়ামী লীগের ব্যাপক সমর্থক রয়েছে, সেখানে জাপাতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগের ৮ জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এখন যদি সরকার মব সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সামনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে। বর্তমানে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, পার্টি অফিসে হামলা, দিনে-দুপুরে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, বীর মুক্তিযোদ্ধাদের হাতকড়া পড়িয়ে জেলে পাঠানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কি না সেই প্রশ্ন সবার।
তিনি বলেন, স্বাধীনতার পর এই প্রথম বীর মুক্তিযোদ্ধাদের উপর সহিংসতা, তাদের কন্ঠস্বর স্তব্ধ করে দেয়া, হেনস্থা করা, জুতা মারা, জুতার মালা পড়ানো হচ্ছে। এটি দেশের জন্য ভাল লহ্মণ নয়। দেশের স্বাধীনতা-ভূখন্ড যারা নিয়ে এসেছে,তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য স্বাধীনতার বিপক্ষের শক্তি অত্যন্ত সোচ্চার। তারা একাত্তরের শক্তিকে বিলীন করতে মাঠে নেমেছে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধাদের সাথে আছি।
তিনি বলেন, সম্প্রতি সময়ে জাতীয় পার্টিকে ফ্যাসিস্টদের দোসর হিসেবে আখ্যায়িত করে অন্যায়ভাবে অফিস ভাংচুর, নেতাকর্মীদের হেনস্তা করা কালচারে পরিণত হয়েছে। মব সন্ত্রাসের মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়সহ রংপুর বিভাগের ৩টি জেলায় জাতীয় পার্টির অফিস ভাংচুর করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এই দলটির স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করতে আইনগত কোন বাধা নেই। একটি পক্ষ অযাচিত ভ্রান্ত ধারণা চাপায় দিয়ে জাপার রাজনীতিকে স্তব্ধ করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং আমাদের শক্তিমত্তা দিয়ে তাদের প্রতিহত করা হবে। জাতীয় পার্টি নির্বাচনমূখী দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চুড়ান্ত করতে বিভাগের ৮ জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে উত্থাপিত নাম যাচাই-বাছাই করে চুড়ান্ত করতে কাজ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবুসহ অন্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়