ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে মহানবী শিখিয়েছেন ন্যায়বিচার কোনো ব্যক্তি বিশেষের জন্য সীমাবদ্ধ নয় গণঅধিকার পরিষদকে নিষেধাজ্ঞার দাবি জাপা মহাসচিবের জাপা কার্যালয়ে ভাঙচুর-আগুন, মহাসচিবের আলটিমেটাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-অগ্নিসংযোগ নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে ফের টঙ্গীতে মানববন্ধন “সাইফুর রহমান দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন” রাসুলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে: তারেক রহমান চীন-পাকিস্তানের মধ্যে ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর ভাঙ্গায় তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার এলাকাবাসীর

জাপা কার্যালয়ে ভাঙচুর-আগুন, মহাসচিবের আলটিমেটাম

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১১:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৭ Time View

সাংবাদিকদের সঙ্গে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শামীম হায়দার বলেন, গণঅধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমাদের যে আরপিও আছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন থেকে এ দলকে ব্যান করা উচিত।

সরকারের সমালোচনা করে জাপার সাবেক সংসদ সদস্য বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, যারা মব করতে এসেছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও সরকারে চিড় ধরে গেছে। সরকার ব্যর্থ হচ্ছে। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি। এবং দোষী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব।

জাপা অফিসে আগে দুবার হামলা হয়েছে। সেগুলোর সুষ্ঠু তদন্ত হলে আজ এ হামলা হতো কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, তখন তাৎক্ষণিক যদি হামলাকারীদের গ্রেপ্তার করা হতো, তাহলে কখনোই এ হামলা হতো না। সরকার এ বিষয়ে উদাসীন। সরকার চেয়ে চেয়ে দেখছে, আর মবতন্ত্রের রাজত্ব চলছে, মবকারীরা মব করে যাচ্ছে। সরকারের চেয়ে চেয়ে দেখার কারণে আজ মানুষের জীবন, সম্পত্তি হুমকির মুখে পড়েছে। এ নিয়ে সরকার দায় এড়াতে পারবে না।

এ ঘটনায় কাকে দায়ী করছেন কাকে, কারা হমলা করেছে, এ প্রশ্নে জবাবে ব্যারিস্টার শামীম হায়দার বলেন, আমরা দেখেছি গণঅধিকার পরিষদের ব্যানারে এই হামলা হয়েছে। অন্য দল থাকলেও থাকতে পারে।

তিনি বলেন, পুলিশের ভূমিকা যথেষ্ট ছিল। তবে পাশাপাশি যদি সেনাবাহিনী থাকলে হয়তোবা তারা এটা প্রতিহত করতে পারত। তবে পুলিশের জলকামান আসতে আসতেই তারা আগুন দিয়ে ফেলেছে।

Please Share This Post in Your Social Media

জাপা কার্যালয়ে ভাঙচুর-আগুন, মহাসচিবের আলটিমেটাম

রাজনীতি ডেস্ক
Update Time : ১১:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শামীম হায়দার বলেন, গণঅধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমাদের যে আরপিও আছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন থেকে এ দলকে ব্যান করা উচিত।

সরকারের সমালোচনা করে জাপার সাবেক সংসদ সদস্য বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, যারা মব করতে এসেছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও সরকারে চিড় ধরে গেছে। সরকার ব্যর্থ হচ্ছে। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি। এবং দোষী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব।

জাপা অফিসে আগে দুবার হামলা হয়েছে। সেগুলোর সুষ্ঠু তদন্ত হলে আজ এ হামলা হতো কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, তখন তাৎক্ষণিক যদি হামলাকারীদের গ্রেপ্তার করা হতো, তাহলে কখনোই এ হামলা হতো না। সরকার এ বিষয়ে উদাসীন। সরকার চেয়ে চেয়ে দেখছে, আর মবতন্ত্রের রাজত্ব চলছে, মবকারীরা মব করে যাচ্ছে। সরকারের চেয়ে চেয়ে দেখার কারণে আজ মানুষের জীবন, সম্পত্তি হুমকির মুখে পড়েছে। এ নিয়ে সরকার দায় এড়াতে পারবে না।

এ ঘটনায় কাকে দায়ী করছেন কাকে, কারা হমলা করেছে, এ প্রশ্নে জবাবে ব্যারিস্টার শামীম হায়দার বলেন, আমরা দেখেছি গণঅধিকার পরিষদের ব্যানারে এই হামলা হয়েছে। অন্য দল থাকলেও থাকতে পারে।

তিনি বলেন, পুলিশের ভূমিকা যথেষ্ট ছিল। তবে পাশাপাশি যদি সেনাবাহিনী থাকলে হয়তোবা তারা এটা প্রতিহত করতে পারত। তবে পুলিশের জলকামান আসতে আসতেই তারা আগুন দিয়ে ফেলেছে।