ব্রেকিং নিউজঃ
জাতিসংঘ সভাপতির সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের বৈঠক

জাতীয় ডেস্ক
- Update Time : ০২:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ১৩১ Time View
প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ফিলেমন ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ বছর গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের ঐকমত্য প্রস্তাব অনুসারে ২০২৫ সালে জাতিসংঘ কর্তৃক আহ্বান করা রোহিঙ্গা সংকটের ওপর আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের রূপরেখা ও উদ্দেশ্য ছিল আলোচনার মূল বিষয়।
রোহিঙ্গা সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে তার বক্তব্যের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এ ধরনের সম্মেলনের ধারণা দেন।