ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি সেবা-৯৯৯ ক্লোন করে প্রতারণা, পুলিশ সদরদপ্তরের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২০৭৭ Time View

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ক্লোন করে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতারক চক্র সাধারণ মানুষকে ফোন করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন ও ব্যাংক কার্ডের তথ্য জানার চেষ্টা করছে। এ ঘটনায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) ৯৯৯–এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আরপুর বাগানপাড়া এলাকায় এমন দুটি প্রতারণার ঘটনা ঘটে। সকালে প্রতারক চক্র ৯৯৯ নম্বর ক্লোন করে এক ব্যক্তিকে ফোন দিয়ে ‘নগদ’ অ্যাকাউন্টের তথ্য জানতে চায়। সচেতন ওই ব্যক্তি বিষয়টি প্রকৃত ৯৯৯ নম্বরে জানান। পরে পুলিশ ঘটনাটি জিডি হিসেবে লিপিবদ্ধ করে।

অন্য এক ঘটনায় একই কৌশলে এক ব্যক্তিকে ফোন করে প্রতারকরা দাবি করে, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তা মীমাংসা করতে টাকা দিতে হবে। এসময় তারা বিকাশ অ্যাকাউন্টের তথ্যও জানতে চায়।

জাতীয় জরুরি সেবা জানিয়েছে, ৯৯৯ কখনোই কোনো নাগরিকের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের তথ্য জানতে চায় না। এই নম্বরের মাধ্যমে শুধু পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়।

অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম বলেন, “৯৯৯ নম্বর ব্যবহার করে কেউ যদি ব্যক্তিগত বা আর্থিক তথ্য জানতে চায়, তা প্রতারণা ছাড়া কিছু নয়। এমন ফোন পেলে কেউ তথ্য দেবেন না; বরং নিকটস্থ থানায় বা ৯৯৯–এ জানাতে হবে।”

তিনি আরও বলেন, “মোবাইল ব্যাংকিং ও ব্যাংক কার্ডের পিন নম্বর কখনোই কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

জরুরি সেবা-৯৯৯ ক্লোন করে প্রতারণা, পুলিশ সদরদপ্তরের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৯:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ক্লোন করে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতারক চক্র সাধারণ মানুষকে ফোন করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন ও ব্যাংক কার্ডের তথ্য জানার চেষ্টা করছে। এ ঘটনায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) ৯৯৯–এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আরপুর বাগানপাড়া এলাকায় এমন দুটি প্রতারণার ঘটনা ঘটে। সকালে প্রতারক চক্র ৯৯৯ নম্বর ক্লোন করে এক ব্যক্তিকে ফোন দিয়ে ‘নগদ’ অ্যাকাউন্টের তথ্য জানতে চায়। সচেতন ওই ব্যক্তি বিষয়টি প্রকৃত ৯৯৯ নম্বরে জানান। পরে পুলিশ ঘটনাটি জিডি হিসেবে লিপিবদ্ধ করে।

অন্য এক ঘটনায় একই কৌশলে এক ব্যক্তিকে ফোন করে প্রতারকরা দাবি করে, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তা মীমাংসা করতে টাকা দিতে হবে। এসময় তারা বিকাশ অ্যাকাউন্টের তথ্যও জানতে চায়।

জাতীয় জরুরি সেবা জানিয়েছে, ৯৯৯ কখনোই কোনো নাগরিকের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের তথ্য জানতে চায় না। এই নম্বরের মাধ্যমে শুধু পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়।

অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম বলেন, “৯৯৯ নম্বর ব্যবহার করে কেউ যদি ব্যক্তিগত বা আর্থিক তথ্য জানতে চায়, তা প্রতারণা ছাড়া কিছু নয়। এমন ফোন পেলে কেউ তথ্য দেবেন না; বরং নিকটস্থ থানায় বা ৯৯৯–এ জানাতে হবে।”

তিনি আরও বলেন, “মোবাইল ব্যাংকিং ও ব্যাংক কার্ডের পিন নম্বর কখনোই কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”