জনগণের ক্ষতি হবে এমন সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেন না – সালমান এফ রহমান

- Update Time : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ৩৬০ Time View
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে। প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন, এতে জনগণের উপকার হবে কি না। জনগণের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত তিনি কখনোই নেন না।
রোববার (১২ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পৃথিবীতে যে নতুন প্রযুক্তি এসেছে তার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার দিকে এগিয়ে নিতে হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থাটির পরিচালক মো. আমিন উদ্দিন, সাইদুজ্জামান, আসলাম সিকদার ও জেলা কমান্ড্যান্ট মো. আলমগীর সিকদার প্রমুখ।