ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে মওকাবাজরা তৎপর : এখনই রাশ টানা দরকার সেই চিহ্নিত দুর্নীতিবাজ জজ এবার আইন সচিব হচ্ছেন! বিচারপতি আখতারুজ্জামানের শুনানি সম্পন্ন; খুরশীদ আলমের শুনানি ২ সেপ্টেম্বর আফ্রিদির মুখোশ খুললেন তানভীর রাহী ‘মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’

ছেলেকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বাবার

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৪৭ Time View

সাতক্ষীরায় এক কলেজ শিক্ষার্থীকে মারধরের পর আটকে রাখার খবর পেয়ে বাঁচাতে গিয়ে হামলায় বাবা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাগর ফারুক হোসেন সরদার (৫৫)। তিনি ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা ও কাটাখালি গ্রামের আমজেদ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশার সঙ্গে তার ওই দুই বন্ধুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। এসময় তারা বাদশাকে মারধর করে আটকে রাখেন।

ওসি বলেন, বিষয়টি ফারুক হোসেন জানতে পেরে ছেলেকে সেখান থেকে ছাড়িয়ে আনতে যান। তখন তিনি নয়ন ও লাকীকে বকা দেন। সেসময় নয়ন তার মামা রুবেল হোসেনকে ফোন করে ডেকে আনেন।

পরে রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে লাঠি দিয়ে ফারুককে বেধড়ক পেটান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

ছেলেকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বাবার

স্টাফ রিপোর্টার
Update Time : ০৬:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরায় এক কলেজ শিক্ষার্থীকে মারধরের পর আটকে রাখার খবর পেয়ে বাঁচাতে গিয়ে হামলায় বাবা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাগর ফারুক হোসেন সরদার (৫৫)। তিনি ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা ও কাটাখালি গ্রামের আমজেদ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশার সঙ্গে তার ওই দুই বন্ধুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। এসময় তারা বাদশাকে মারধর করে আটকে রাখেন।

ওসি বলেন, বিষয়টি ফারুক হোসেন জানতে পেরে ছেলেকে সেখান থেকে ছাড়িয়ে আনতে যান। তখন তিনি নয়ন ও লাকীকে বকা দেন। সেসময় নয়ন তার মামা রুবেল হোসেনকে ফোন করে ডেকে আনেন।

পরে রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে লাঠি দিয়ে ফারুককে বেধড়ক পেটান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।