চোরাই পথে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার
- Update Time : ১২:১৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ৭ Time View
চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইল ফোন সেট ও দেড় শতাধিক হেডফোনসহ একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাফি আলম (৩৪)।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১০৭ টি মোবাইল ফোন সেট ও ১৮৬ টি হেডফোন উদ্ধার করা হয়। এসময় মোবাইল ফোন বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মাতুয়াইল এলাকায় যাত্রাবাড়ী থানার দুটি টহল টিম কাজ করছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন সেট নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারটিকে ধাওয়া করে দুপুর ১২ টায় মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে থামানো হয়। পরে সেই প্রাইভেটকারটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট ও ১৮৬ টি হেডফোন উদ্ধার করা হয়।
এই বিপুল পরিমাণ মোবাইল ফোন ও হেডফোনের সপক্ষে প্রাইভেটকারের চালক সাফি আলম কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় প্রাইভেটকারের চালক সাফি আলমকে গ্রেফতার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা মোবাইল ফোনগুলো ঢাকার বিভিন্ন মার্কেটে সরবরাহ করার কথা ছিলো।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।