ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে আদালত থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা নয় বছর পর ফিরছে ‘ব্রিকলেন কারি ফ্যাস্টিভ্যাল’ ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির নৈশভোজ চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক করলেন অভিনেত্রী সায়ন্তনী যেদিন রাস্তায় নামব, বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী

চেয়ারম্যানের আত্মীয় বলে একাই পেলেন প্রায় অর্ধকোটির সেতু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • Update Time : ১১:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২৯৩ Time View

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী স্থানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে শুধুমাত্র একটি পরিবারের ৩-৪টি ঘরের জন্য প্রায় ৩৩লাখ টাকা ব্যয়ে সেতু নির্মান করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৪-২৫অর্থবছরে পাকা সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় সড়কের সোনাকানিয়া ইউনিয়নের নানিয়ারছড়া খালের ওপর সেতু নির্মাণের বরাদ্দ হয়। ৩৩ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের সেতুটির নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩লাখ টাকা। মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজটি করছে।

স্থানীয়দের অভিযোগ বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন তার এক আত্মীয়ের বাড়ির উঠানে সেতুটি স্থাপনের জন্য অনুমোদন নেন।সেতুটি নির্মান হলে একটি পরিবার ছাড়া অন্য পরিবারগুলো উপকৃত হবেনা তাই সেতুটি অনুমোদিত স্হান হতে সামান্য দক্ষিনে সকলের উপকারে আসে এমন স্হানে নির্মান করার জন্য গত ১৬ ফেব্রুয়ারী অর্ধ শতাধিক গ্রামবাসি সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়,যে স্থানে সেতুটি হচ্ছে সেখানে শুধু চেয়ারম্যানের আত্মীয়ের পরিবারের কয়েকটি বাড়ি উপকৃত হবেন,অন্য পাড়ার লোকজন নয়। অথচ অন্য যে স্হানটিতে সেতুতি নির্মানের জন্য এলাকাবাসি আবেদন করেছিল সেখানে ৫টি পাড়ার অন্তত অর্ধ শতাধিক পরিবারের বসসবাস। তাই এত বড় বাজেটের সেতুটি কেন স্হানীয় অন্য পরিবারগুলোর বাদ দিয়ে একক পরিবারের জন্য নির্মান করা হচ্ছে সেটা নিয়ে স্হানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছ।

মানববন্ধন করা স্থানীয় এক ব্যাক্তি ইউসুফ প্রকাশ ভেট্টা বলেন, আসলেই এই ব্রিজটি হলে দুটি পরিবার ছাড়া কারও উপকারে আসবেনা, যে কারও সামনে আমি বলতে পারব, তবে ৪০-৫০ পরিবারের জন্য ব্রিজটি ব্যবহারে একটি রাস্তা সৃষ্টি করা হলে সবার উপকার হত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হাসান বলেন,সেতুটি সেখানে কেন নির্মান করা হচ্ছে সে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানেন। এ ব্যাপারে আমার কোন বক্তব্য নেই।

সাতকানিয়ার লোহাগাড়ায় বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এক উপজেলার প্রকল্প অন্য উপজেলায় করার সুযোগ নেই।

জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন,আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে এলাকাবাসির সাথে কথা বলেছি। অনুমোদিত স্থানের পরিবর্তে দাবিকৃত স্থানে সেতুটি নির্মান করা হলে সেখানে ছোট দুটি কালভার্ট করতে হবে তাই সেতুটি অনুমোদিত স্থানেই নির্মান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

চেয়ারম্যানের আত্মীয় বলে একাই পেলেন প্রায় অর্ধকোটির সেতু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
Update Time : ১১:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী স্থানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে শুধুমাত্র একটি পরিবারের ৩-৪টি ঘরের জন্য প্রায় ৩৩লাখ টাকা ব্যয়ে সেতু নির্মান করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৪-২৫অর্থবছরে পাকা সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় সড়কের সোনাকানিয়া ইউনিয়নের নানিয়ারছড়া খালের ওপর সেতু নির্মাণের বরাদ্দ হয়। ৩৩ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের সেতুটির নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩লাখ টাকা। মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজটি করছে।

স্থানীয়দের অভিযোগ বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন তার এক আত্মীয়ের বাড়ির উঠানে সেতুটি স্থাপনের জন্য অনুমোদন নেন।সেতুটি নির্মান হলে একটি পরিবার ছাড়া অন্য পরিবারগুলো উপকৃত হবেনা তাই সেতুটি অনুমোদিত স্হান হতে সামান্য দক্ষিনে সকলের উপকারে আসে এমন স্হানে নির্মান করার জন্য গত ১৬ ফেব্রুয়ারী অর্ধ শতাধিক গ্রামবাসি সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়,যে স্থানে সেতুটি হচ্ছে সেখানে শুধু চেয়ারম্যানের আত্মীয়ের পরিবারের কয়েকটি বাড়ি উপকৃত হবেন,অন্য পাড়ার লোকজন নয়। অথচ অন্য যে স্হানটিতে সেতুতি নির্মানের জন্য এলাকাবাসি আবেদন করেছিল সেখানে ৫টি পাড়ার অন্তত অর্ধ শতাধিক পরিবারের বসসবাস। তাই এত বড় বাজেটের সেতুটি কেন স্হানীয় অন্য পরিবারগুলোর বাদ দিয়ে একক পরিবারের জন্য নির্মান করা হচ্ছে সেটা নিয়ে স্হানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছ।

মানববন্ধন করা স্থানীয় এক ব্যাক্তি ইউসুফ প্রকাশ ভেট্টা বলেন, আসলেই এই ব্রিজটি হলে দুটি পরিবার ছাড়া কারও উপকারে আসবেনা, যে কারও সামনে আমি বলতে পারব, তবে ৪০-৫০ পরিবারের জন্য ব্রিজটি ব্যবহারে একটি রাস্তা সৃষ্টি করা হলে সবার উপকার হত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হাসান বলেন,সেতুটি সেখানে কেন নির্মান করা হচ্ছে সে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানেন। এ ব্যাপারে আমার কোন বক্তব্য নেই।

সাতকানিয়ার লোহাগাড়ায় বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এক উপজেলার প্রকল্প অন্য উপজেলায় করার সুযোগ নেই।

জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন,আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে এলাকাবাসির সাথে কথা বলেছি। অনুমোদিত স্থানের পরিবর্তে দাবিকৃত স্থানে সেতুটি নির্মান করা হলে সেখানে ছোট দুটি কালভার্ট করতে হবে তাই সেতুটি অনুমোদিত স্থানেই নির্মান করা হচ্ছে।