ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদাতা সিরু বাঙালির ফাঁসির দাবি উন্নয়ন বৈষম্যের গ্যাঁড়াকলে রংপুর: একনেক থেকে বাদ পড়লো উন্নয়ন প্রকল্প আ’লীগ নেতা তুষার কান্তির ৭দিনের রিমান্ড মঞ্জুর সিলেট ওসমানী মেডিকেলের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা এক দফা দাবীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বললেন নাহিদ

চেন্নাইয়ে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৪:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০ Time View

পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ না ফিরে সরাসরি ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে ভারতে অবস্থানরত বাংলাদেশ দলের সাথে কবে যোগ দেবেন তিনি, সেটাই ছিল বড় প্রশ্ন। অবশেষে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দু’দিন আগে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে দলের সঙ্গে যোগ দেন সাকিব। আজ আনুষ্ঠানিক অনুশীলন সেশনে যোগ দেবেন তিনি। মূলত ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সাকিব শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। পরে সংযুক্ত আরব আমিরাত থেকে সাকিবের ভারতের ভিসার ব্যবস্থা করা হয়।

দলে যোগ দিয়ে একদিন দলীয় অনুশীলনেরও সুযোগ পাবেন সাকিব। যদিও ইতিহাস বলছে, অনুশীলন সাকিবের পারফরম্যান্সের খুব বড় নিয়ামক নয়। ছন্দে থাকলে কোনো অনুশীলন ছাড়াই প্রতিপক্ষকে ছারখার করে দিতে পারেন এই তারকা। এমনকি ক্যারিয়ারের শেষ ভাগে এসেও এখনও সাকিব দলের গুরত্বপূর্ণ এক অংশ।

এদিকে ভারতে পা রাখার পরের দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে টাইগার ক্রিকেটাররা। চেন্নাইয়ের পিচ স্পিনবান্ধব হওয়ায় বাংলাদেশের স্পিনারদের দিকে বাড়তি দায়িত্ব থাকবে। সাকিবের পাশাপাশি মিরাজ ও তাইজুলের ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন।

ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে সেই ম্যাচের দুই ইনিংসে ১২ ও ০ রানে আউট হলেও বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৯৬ রানে ৫ উইকেট।

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে চেন্নাই টেস্ট। আগামী ২৭ সেপ্টেম্বরে কানপুরে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এরপর ৬, ৯ এবং ১২ অক্টোবর দুই দল তিনটি টি-টোয়েন্টি খেলবে।

Please Share This Post in Your Social Media

চেন্নাইয়ে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৪:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ না ফিরে সরাসরি ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে ভারতে অবস্থানরত বাংলাদেশ দলের সাথে কবে যোগ দেবেন তিনি, সেটাই ছিল বড় প্রশ্ন। অবশেষে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দু’দিন আগে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে দলের সঙ্গে যোগ দেন সাকিব। আজ আনুষ্ঠানিক অনুশীলন সেশনে যোগ দেবেন তিনি। মূলত ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সাকিব শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। পরে সংযুক্ত আরব আমিরাত থেকে সাকিবের ভারতের ভিসার ব্যবস্থা করা হয়।

দলে যোগ দিয়ে একদিন দলীয় অনুশীলনেরও সুযোগ পাবেন সাকিব। যদিও ইতিহাস বলছে, অনুশীলন সাকিবের পারফরম্যান্সের খুব বড় নিয়ামক নয়। ছন্দে থাকলে কোনো অনুশীলন ছাড়াই প্রতিপক্ষকে ছারখার করে দিতে পারেন এই তারকা। এমনকি ক্যারিয়ারের শেষ ভাগে এসেও এখনও সাকিব দলের গুরত্বপূর্ণ এক অংশ।

এদিকে ভারতে পা রাখার পরের দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে টাইগার ক্রিকেটাররা। চেন্নাইয়ের পিচ স্পিনবান্ধব হওয়ায় বাংলাদেশের স্পিনারদের দিকে বাড়তি দায়িত্ব থাকবে। সাকিবের পাশাপাশি মিরাজ ও তাইজুলের ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন।

ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে সেই ম্যাচের দুই ইনিংসে ১২ ও ০ রানে আউট হলেও বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৯৬ রানে ৫ উইকেট।

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে চেন্নাই টেস্ট। আগামী ২৭ সেপ্টেম্বরে কানপুরে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এরপর ৬, ৯ এবং ১২ অক্টোবর দুই দল তিনটি টি-টোয়েন্টি খেলবে।