ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

চুরির অভিযোগে কুকুর দিয়ে যুবককে নির্যাতন, গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭৫ Time View

কুমিল্লায় একটি স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবকের ওপর কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের খবর পাওয়া গেছে। কুকুরের কামড়ের পাশাপাশি ওই যুবককে করা হয়েছে লাঠিপেটাও। এ ঘটনায় ওই মিলের তিন নিরাপত্তকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুচন্দ্র সরকারের ছেলে।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল গ্রামের মোহাম্মদ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর থানার মুরমা গ্রামের আলামিন ওরফে লিপু (৩৬) এবং বরিশাল জেলার উজিরপুর থানার মালিকান্দা গ্রামের মো. সজিব হাওলাদার (২৬)। তারা সবাই ওই মিলের নিরাপত্তা কর্মী।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দি‌কে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার শাকতলা কার্যালয়ের ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

তিনি বলেন, একজন মানুষকে কুকুর লেলিয়ে নির্যাতন করার মতো অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর মিল প্রাঙ্গণে জয় চন্দ্র সরকারকে আক্রমণ করছে।‌ পাশাপাশি কয়েকজন ব্যক্তি তাকে পেটাচ্ছেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ বাঁচার চিৎকার করছেন জয়। কিন্তু এসময় কুকুরগুলোকে নিবৃত করা হয়নি, থামানো হয়নি চড়-থাপ্পর।

স্থানীয়রা জানায়, সাকুরা স্টিল মিলে প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটতো। এজন্য কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য প্রস্তুত ছিল। জয় মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধরে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে শারীরিক নির্যাতন চালানো হয়।

Please Share This Post in Your Social Media

চুরির অভিযোগে কুকুর দিয়ে যুবককে নির্যাতন, গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি
Update Time : ০৯:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় একটি স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবকের ওপর কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের খবর পাওয়া গেছে। কুকুরের কামড়ের পাশাপাশি ওই যুবককে করা হয়েছে লাঠিপেটাও। এ ঘটনায় ওই মিলের তিন নিরাপত্তকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুচন্দ্র সরকারের ছেলে।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল গ্রামের মোহাম্মদ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর থানার মুরমা গ্রামের আলামিন ওরফে লিপু (৩৬) এবং বরিশাল জেলার উজিরপুর থানার মালিকান্দা গ্রামের মো. সজিব হাওলাদার (২৬)। তারা সবাই ওই মিলের নিরাপত্তা কর্মী।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দি‌কে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার শাকতলা কার্যালয়ের ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

তিনি বলেন, একজন মানুষকে কুকুর লেলিয়ে নির্যাতন করার মতো অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর মিল প্রাঙ্গণে জয় চন্দ্র সরকারকে আক্রমণ করছে।‌ পাশাপাশি কয়েকজন ব্যক্তি তাকে পেটাচ্ছেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ বাঁচার চিৎকার করছেন জয়। কিন্তু এসময় কুকুরগুলোকে নিবৃত করা হয়নি, থামানো হয়নি চড়-থাপ্পর।

স্থানীয়রা জানায়, সাকুরা স্টিল মিলে প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটতো। এজন্য কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য প্রস্তুত ছিল। জয় মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধরে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে শারীরিক নির্যাতন চালানো হয়।