ব্রেকিং নিউজঃ
চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী করণে দাবিতে জবি উপাচার্যকে স্মারকলিপি

মো রাকিব হাসান, জবি প্রতিনিধি:
- Update Time : ০৩:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬৫ Time View
চাকরি স্থায়ীকরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে এক মাস সময় বেঁধে দিয়ে স্মারকলিপি দিয়েছেন চুক্তিভিত্তিক কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) অস্থায়ী কর্মচারীরা এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, আমরা অস্থায়ী কর্মচারীরা ৫ থেকে ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমাদের চাকুরী স্থায়ী করণের তেমন কোনো গতি পরিলক্ষিত হচ্ছে না। তাই আমরা আমাদের চাকুরী স্থায়ী করনের দাবীতে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করি। মানববন্ধনে আমাদের সকলের একটাই দাবী আগামী ৩০ আগস্টের মধ্যে আমাদের চাকুরী স্থায়ী করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের কাজের গতি তরান্বিত করবেন।
স্মারকলিপিতে আরো বলা হয়, উপাচার্যের সুপরিকল্পিত পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ডে গতি এসেছে। তিনি দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পথ সুগম হচ্ছে। আমরাও আশা করি এভাবে উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক।