জুনিয়র নারী এশিয়া কাপ হকি
চীনের কাছে ১৯ গোলে হারল বাংলাদেশের মেয়েরা

- Update Time : ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ৮৪ Time View
এশিয়ান অনূর্ধ্ব-২১ হকির ছেলেদের বিভাগে ১০ দলে পঞ্চম হয়ে প্রথমবার বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। ওমানের মাসকাটে টুর্নামেন্ট শেষে মাত্রই দেশে ফিরেছেন ছেলেরা। মাসকাটেই আজ শুরু হয়েছে মেয়েদের এশিয়ান অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট। ১০ দলের ৫টি পাবে যুব নারী বিশ্বকাপের ছাড়পত্র। সেই পাঁচ দলের একটি হতে চায় বাংলাদেশ।
কিন্তু আজ প্রথম ম্যাচে চীনের কাছে ১৯-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। অথচ ছেলেদের বিভাগে চীনকে ৬-৩ গোলে হারিয়েছিল বাংলাদেশ। চীনের সঙ্গে বাংলাদেশের মেয়েদের এমন বড় হারের কারণ, যুব নারী হকিতে চীন অনেক শক্তিশালী। ফলে বাংলাদেশের হার ছিল অনুমিতই। তবে গোলের ব্যবধান এত বেশি হবে, তা ভাবতে পারেনি বাংলাদেশ।
এমন হারে অবশ্য বিচলিত নন বাংলাদেশ কোচ জাহিদ হোসেন। মাসকাট থেকে টেলিফোনে বলেন, ‘চীন নারী হকি দল অনেক শক্তিশালী। ২০১৮ সালে যুব অলিম্পিকে চীনের মেয়েরা তৃতীয় হয়েছে। চীনের দলটির মেয়েদের বয়স ২০-২১ এর মধ্যে। কিন্তু আমাদের এই দলে মাত্র দুজনের বয়স সর্বোচ্চ ১৯। ৫ জনের ১৮। কয়েকজনের আরও কম। ১২-১৩ বছরের মেয়েও আছে। ফলে এরা অনভিজ্ঞ। আরও দুই–তিন বছর পর বেশ কয়েকজন খেলোয়াড় এ পর্যায়ে লড়াই করার সামর্থ্য অর্জন করবে আশা করি।’
আগামীকাল ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় গ্রুপ ম্যাচ। এ ম্যাচটাও কঠিন হবে বাংলাদেশের জন্য। থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে বাকি দুটি জিতে ম্যাচ জিতে গ্রুপে তৃতীয় হতে পারলেও বিশ্বকাপে ওঠার সম্ভাবনা থাকবে।
এশিয়া কাপে এই প্রথম খেলছেন বাংলাদেশের মেয়েরা। সুযোগটা এসেছে গত জুনে এশিয়ান হকি ফেডারেশন কাপে রানার্সআপ হয়ে। সেই টুর্নামেন্টে ৬ ম্যাচের ৫টিই জেতেন বাংলাদেশের মেয়েরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়