ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবেঃ তারেক রহমান

চীনে করোনার মত নতুন বিধ্বংসী ভাইরাস সংক্রমণের ঝুঁকি

অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ২৪৪ Time View

চীনে করোনাভাইরাস সংক্রমণের ৫ বছর পর এবার দ্রুত ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি)।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে হাসপাতাল ও শ্মশানগুলোতে রোগীর চাপ বাড়ার চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯-এর মতো একাধিক ভাইরাস একসঙ্গে চীনে তাণ্ডব চালাচ্ছে।

কেউ কেউ দাবি করছেন, দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যদিও এ তথ্য এখনো নিশ্চিত করেনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি ভাইরাসের লক্ষণ করোনার মতো হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, রোগগুলোর নিয়ন্ত্রণে একটি নতুন পদ্ধতি তৈরির কাজ চলছে।

চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, শীত ও বসন্তকালে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, তবে এবার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হবে বলে আশা করা হচ্ছে। তবুও, ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে করোনার মতো আরেকটি বিধ্বংসী সংকট সৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

চীনে করোনার মত নতুন বিধ্বংসী ভাইরাস সংক্রমণের ঝুঁকি

অনলাইন ডেস্ক
Update Time : ০৪:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

চীনে করোনাভাইরাস সংক্রমণের ৫ বছর পর এবার দ্রুত ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি)।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে হাসপাতাল ও শ্মশানগুলোতে রোগীর চাপ বাড়ার চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯-এর মতো একাধিক ভাইরাস একসঙ্গে চীনে তাণ্ডব চালাচ্ছে।

কেউ কেউ দাবি করছেন, দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যদিও এ তথ্য এখনো নিশ্চিত করেনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি ভাইরাসের লক্ষণ করোনার মতো হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, রোগগুলোর নিয়ন্ত্রণে একটি নতুন পদ্ধতি তৈরির কাজ চলছে।

চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, শীত ও বসন্তকালে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, তবে এবার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হবে বলে আশা করা হচ্ছে। তবুও, ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে করোনার মতো আরেকটি বিধ্বংসী সংকট সৃষ্টি হতে পারে।