ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস

চাকরি স্থায়ী করার দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

রাজধানী
  • Update Time : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৫ Time View

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

এতে পল্টন, সচিবালয়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানান। দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।

জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে অবরোধ করে রাখার পর আউটসোর্সিং কর্মচারীদের জলকামান থেকে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করে আসছেন তাঁরা।

দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি আশপাশের সড়কেও এর প্রভাব পড়ে এবং যানজট তৈরি হয়।

রাস্তা অবরোধের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা আজ বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলনকারীরা সড়ক থেকে উঠে যাননি।

সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে পাঁচটার পর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ জলকামান থেকে পানি ছিটায়। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একটি সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করে আসা কাজী শাহাদাত হোসেন বলেন, তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পেয়ে একটি সরকারি প্রতিষ্ঠানে ১০ বছরের বেশি সময় ধরে কাজ করে আসছেন। তাঁর মতো শত শত ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। তাঁদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। কথায় কথায় তাঁদের চাকরি থেকে ছাঁটাই করা হয়। এ জন্য চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করে আসছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

চাকরি স্থায়ী করার দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

রাজধানী
Update Time : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

এতে পল্টন, সচিবালয়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানান। দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।

জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে অবরোধ করে রাখার পর আউটসোর্সিং কর্মচারীদের জলকামান থেকে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করে আসছেন তাঁরা।

দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি আশপাশের সড়কেও এর প্রভাব পড়ে এবং যানজট তৈরি হয়।

রাস্তা অবরোধের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা আজ বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলনকারীরা সড়ক থেকে উঠে যাননি।

সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে পাঁচটার পর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ জলকামান থেকে পানি ছিটায়। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একটি সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করে আসা কাজী শাহাদাত হোসেন বলেন, তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পেয়ে একটি সরকারি প্রতিষ্ঠানে ১০ বছরের বেশি সময় ধরে কাজ করে আসছেন। তাঁর মতো শত শত ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। তাঁদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। কথায় কথায় তাঁদের চাকরি থেকে ছাঁটাই করা হয়। এ জন্য চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করে আসছেন তাঁরা।