চাউলের দোকান থেকে শিশু কার্ডের ৭৫ বস্তা চাউল উদ্ধার
- Update Time : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
 - / ৩২৭ Time View
 
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে চাউলের দোকান থেকে ক্রয় বিক্রয় নিষিদ্ধ শিশু কার্ডের ৭৫ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে।
গত পহেলা জুন রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নূরনগর পুরাতন মৎস্য আড়ত সংলগ্ন আল্লার দান চাউলের আড়ত থেকে উক্ত চাউল জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নূরনগরের চাউলের দোকানে বিক্রয় নিষিদ্ধ খাদ্য অধিদপ্তরের প্রধাদকৃত দুঃস্থ অসহায় ও শিশু কার্ডের চাউল উক্ত চাউলের দোকানদার ক্রয় করে বস্তা পরিবর্তন করে বিক্রয়ের জন্য রেখেছে। তাৎক্ষণিক শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৫ বস্তা চাউল জব্দসহ আল্লার দান চাউলের আড়ত মালিক কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মোঃ শোকর আলী গাজীর পুত্র মোঃ শাহিনুর রহমান বকুলকে দন্ডবিধির ১৮৬০ এর ধারা ১৮৮ মোতাবেক দুইশত টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাউলের দোকান মালিকের কাছে চাউল কার কাছ থেকে ক্রয় করেছেন জানতে চাইলে শাহিনুর রহমান বকুল বলেন উপজেলার কাশিমাড়ী এলাকার ধানের ব্যাপারীদের কাছ থেকে কিনেছি, কিন্তু নির্দিষ্ট কোন ব্যক্তিদের নাম উল্লেখ করেননি।
পরিশেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকার কর্তৃক দুস্থ অসহায় ও শিশু কার্ডের এই চাউল কোন প্রকার ক্রয়-বিক্রয় করা যাবে না। যারা এই চাউল ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত থাকবেন তাদেরকে অবশ্যই দন্ডবিধি অনুযায়ী সাজা প্রদান করা হবে। যেহেতু আল্লার দান চাউলের আড়তের ৭৫ব স্তা চাউল জব্দ করা হয়েছে এজন্য তার জরিমানার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় লঘু করা হলো।
উল্লেখ্য উক্ত জব্দকৃত ৭৫ বস্তা চাউল অত্র এলাকার ৫টি এতিমখানায় বন্টন করার সিদ্ধান্তের কথা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাত বললে উপস্থিত স্থানীয় জনগণ তাকে সাধুবাদ জানান। জব্দকৃত চাউল স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে নিজে এতিমখানাগুলোকে বিতরণ করেছেন।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের সাথে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শারিদ বিন শফিক।
Please Share This Post in Your Social Media
- 
                                        সর্বশেষ
 - 
                                        জনপ্রিয়
 
					
																			
















































































































































































