চাইলেই ১৫ দিনে নিজের ওজন কমিয়ে ফেলতে পারিঃ ঐশ্বরিয়া
- Update Time : ১১:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ৩৬৯ Time View
মা হওয়ার পর শরীরের পরিবর্তন স্বাভাবিক। তা তিনি হোক সাধারণ নারী কিংবা রূপালি পর্দার তারকা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের এ পরিবর্তন নিয়েও চলে চুলচেরা বিশ্লেষণ। এই তালিকা থেকে বাদ যায়নি বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চনও।
সাম্প্রতিক কান চলচ্চিত্র উৎসবেও তার সাজ-পোশাকের প্রশংসার মাঝে উঠে এসেছে সেই পুরোনো আলোচনাই—তার ওজন ও চেহারা।
কান-এর লাল গালিচায় ঐশ্বরিয়ার গ্ল্যামার ঝলমলে উপস্থিতি নজর কাড়লেও সামাজিকমাধ্যমে অনেকে কটাক্ষ করতে ছাড়েননি। কেউ বলেন, তার মুখ অনেক ফুলে গেছে, কারও মন্তব্য, ‘চুলের স্টাইল তো আর একটু বদলানো যেত!’ এমন একের পর এক নেতিবাচক মন্তব্যে এবার আর চুপ করে থাকেননি তিনি।
স্পষ্ট জবাব দিলেন ঐশ্বরিয়া—‘আমি মোটা হয়েছি তো তাতে কার কী সমস্যা? আমার শরীর নিয়ে এত আগ্রহ কেন?’
তিনি বলেন, ‘চাইলেই ১৫ দিনে নিজের ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই আমি ভাল আছি। সুতরাং আমার চেহারা নিয়ে কে কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না।’
এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার শাড়ির লুক এবং আত্মবিশ্বাস ভরা উপস্থিতি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। আর সমালোচকদের কটাক্ষের জবাব যেন মিলছে তার সেই স্টাইলেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়









































































































































































































