ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে মওকাবাজরা তৎপর : এখনই রাশ টানা দরকার সেই চিহ্নিত দুর্নীতিবাজ জজ এবার আইন সচিব হচ্ছেন! বিচারপতি আখতারুজ্জামানের শুনানি সম্পন্ন; খুরশীদ আলমের শুনানি ২ সেপ্টেম্বর আফ্রিদির মুখোশ খুললেন তানভীর রাহী ‘মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’

চলে গেলেন ‘সাকি সাকি’ গানের বলিউড গীতিকার

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ২৬১ Time View

‘সাকি সাকি’ গানসহ অসংখ্য বলিউড সিনেমার গানের খ্যাতিমান গীতিকার দেব কোহলি আর নেই আর নেই। গতকাল শনিবার মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় জুপিটার অ্যাপার্টমেন্টের বাড়িতে তিনি মারা যান।

দেব কোহলির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত কারণেই তিনি মারা গেছে। ১৯৪২ সালের নভেম্বর মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন দেব কোহলি। ভারতের স্বাধীনতার পরে দেশভাগের সময় ভারতে এসে দেহরাদুনে বসবাস শুরু করেন তিনি। মাত্র ২২ বছর বয়সে মুম্বাইয়ে আসেন দেব কোহলি। ১৯৬৯ সালে বলিউডে গীতিকার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন তিনি।

তবে প্রাথমিকভাবে গীতিকার হিসেবে তেমন নাম ও যশ অর্জন করতে পারেননি তিনি। ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমার গান লিখে দর্শক ও শ্রোতাদের নজরে আসেন দেব। ‘আজা শাম হোনে আয়ি’, ‘কবুতর যা যা যা’-এর মতো গান তাকে জনপ্রিয় করে তোলে। তার কয়েক বছর পরে ‘বাজিগর’ সিনেমায় গীতিকার হিসেবে কাজ করেন দেব। ও সিনেমার ‘ইয়ে কালি কালি আঁখে’ গান তাকে সব বয়সের অনুরাগীদের কাছে পৌঁছে দিয়েছিল।

‘বাজিগর’সিনেমার জন্য সংগীত পরিচালক অনু মালিকের সঙ্গে কাজ করেছিলেন দেব। শুধু অনুর সঙ্গেই নয়, পুরনো থেকে নতুন- সব প্রজন্মের সুরকারদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন তিনি। শঙ্কর-জয়কিশন থেকে বিশাল-শেখর- দেব মালিকের সঙ্গে তাদের যুগলবন্দি কম জনপ্রিয় নয়।

‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’, ‘ট্যাক্সি নম্বর ৯২১১’, ‘মুসাফির’ থেকে শুরু করে হালের ‘জুড়ওয়া ২’ সিনেমার জন্য গান লিখেছেন দেব কোহলি। কাজ করেছেন আনন্দ রাজ আনন্দ, উত্তম সিংহের মতো ব্যক্তিত্বের সঙ্গে। দেব কোহলির শেষকৃত্যে হাজির থাকার কথা তাদেরও।

Please Share This Post in Your Social Media

চলে গেলেন ‘সাকি সাকি’ গানের বলিউড গীতিকার

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৬:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

‘সাকি সাকি’ গানসহ অসংখ্য বলিউড সিনেমার গানের খ্যাতিমান গীতিকার দেব কোহলি আর নেই আর নেই। গতকাল শনিবার মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় জুপিটার অ্যাপার্টমেন্টের বাড়িতে তিনি মারা যান।

দেব কোহলির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত কারণেই তিনি মারা গেছে। ১৯৪২ সালের নভেম্বর মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন দেব কোহলি। ভারতের স্বাধীনতার পরে দেশভাগের সময় ভারতে এসে দেহরাদুনে বসবাস শুরু করেন তিনি। মাত্র ২২ বছর বয়সে মুম্বাইয়ে আসেন দেব কোহলি। ১৯৬৯ সালে বলিউডে গীতিকার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন তিনি।

তবে প্রাথমিকভাবে গীতিকার হিসেবে তেমন নাম ও যশ অর্জন করতে পারেননি তিনি। ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমার গান লিখে দর্শক ও শ্রোতাদের নজরে আসেন দেব। ‘আজা শাম হোনে আয়ি’, ‘কবুতর যা যা যা’-এর মতো গান তাকে জনপ্রিয় করে তোলে। তার কয়েক বছর পরে ‘বাজিগর’ সিনেমায় গীতিকার হিসেবে কাজ করেন দেব। ও সিনেমার ‘ইয়ে কালি কালি আঁখে’ গান তাকে সব বয়সের অনুরাগীদের কাছে পৌঁছে দিয়েছিল।

‘বাজিগর’সিনেমার জন্য সংগীত পরিচালক অনু মালিকের সঙ্গে কাজ করেছিলেন দেব। শুধু অনুর সঙ্গেই নয়, পুরনো থেকে নতুন- সব প্রজন্মের সুরকারদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন তিনি। শঙ্কর-জয়কিশন থেকে বিশাল-শেখর- দেব মালিকের সঙ্গে তাদের যুগলবন্দি কম জনপ্রিয় নয়।

‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’, ‘ট্যাক্সি নম্বর ৯২১১’, ‘মুসাফির’ থেকে শুরু করে হালের ‘জুড়ওয়া ২’ সিনেমার জন্য গান লিখেছেন দেব কোহলি। কাজ করেছেন আনন্দ রাজ আনন্দ, উত্তম সিংহের মতো ব্যক্তিত্বের সঙ্গে। দেব কোহলির শেষকৃত্যে হাজির থাকার কথা তাদেরও।