ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে – পরিবেশ উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ভারত-পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে : ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া প্রায় ৫২ মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যার ঝুঁকির মধ্যে থাকবে : পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না : মির্জা ফখরুল লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, যুবক আটক শাহবাগ ছেড়ে এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামান বরখাস্ত

চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: ডিবির অভিযানে গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : ০১:২৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৪ Time View

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এছাড়া মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (২৯), সবুজ (৩০) এবং শরীফুজ্জামান (২৮)। তাদের কাছ থেকে তিনটি লুন্ঠিত মোবাইল ফোন, একটি ছুরিসহ নগদ ২৯,৩৭০ টাকা জব্দ করা হয়েছে।

এসপি জানান, শুক্রবার রাতে সাভার থেকে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার দুপুরে তাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

তিনি জানান, ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে গত সোমবার রাতে। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধর করে। তারা যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এর পাশাপাশি বাসে থাকা দুটি নারী যাত্রীকে যৌন নিপীড়নও করা হয়।

এই ঘটনায় প্রথমে বাসের সুপারভাইজার, চালক এবং চালকের সহকারীকে আটক করা হয় কিন্তু পরে তাদের জামিন দেওয়া হয়। শুক্রবার সকালে একজন যাত্রী মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে যাত্রী কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র লুট করে নেয়। পরে বাসে থাকা দুজন নারীকে যৌন নিপীড়ন করে ডাকাতেরা।

পুলিশের তদন্তে আরও তথ্য উঠে আসছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসপি মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামান বরখাস্ত

চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: ডিবির অভিযানে গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
Update Time : ০১:২৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এছাড়া মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (২৯), সবুজ (৩০) এবং শরীফুজ্জামান (২৮)। তাদের কাছ থেকে তিনটি লুন্ঠিত মোবাইল ফোন, একটি ছুরিসহ নগদ ২৯,৩৭০ টাকা জব্দ করা হয়েছে।

এসপি জানান, শুক্রবার রাতে সাভার থেকে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার দুপুরে তাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

তিনি জানান, ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে গত সোমবার রাতে। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধর করে। তারা যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এর পাশাপাশি বাসে থাকা দুটি নারী যাত্রীকে যৌন নিপীড়নও করা হয়।

এই ঘটনায় প্রথমে বাসের সুপারভাইজার, চালক এবং চালকের সহকারীকে আটক করা হয় কিন্তু পরে তাদের জামিন দেওয়া হয়। শুক্রবার সকালে একজন যাত্রী মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে যাত্রী কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র লুট করে নেয়। পরে বাসে থাকা দুজন নারীকে যৌন নিপীড়ন করে ডাকাতেরা।

পুলিশের তদন্তে আরও তথ্য উঠে আসছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসপি মিজানুর রহমান।