চট্টগ্রামের ভক্তদের জন্য শাহরুখের ধন্যবাদ

- Update Time : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ২৪০ Time View
চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানালেন শাহরুখ খান। শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব চট্টগ্রাম ভক্তদের উন্মাদনার কয়েকটি ছবি পোস্ট করে।
পোস্ট করে ভিডিও। সেখানে ভক্তরা শাহরুখ শাহরুখ বলে চিৎকার করতে থাকে। ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ ফ্যান ক্লাব থেকে সিনেমা হল ভাড়া করে ‘জাওয়ান’ দেখেছেন অনুরাগীরা। তারই অংশ হিসেবে চট্টগ্রামে তারা বিশেষ শোয়ের আয়োজন করেন।
সেসবেরই কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব। টুইটারে প্রকাশিত পোস্টটি রিটুইট করে শাহরুখ খান লিখেছেন- থ্যাংক ইউ চট্টগ্রাম। জানা গেছে, চট্টগ্রামের শাহরুখ ভক্তরা একাধিকবার সিনেমাটি দেখেছে। হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র্যালিও করেছেন তারা।
নিজের দেশের বাইরে ভক্তদের এমন ভালোবাসা দেখে আবেগী হয়ে উঠেছেন শাহরুখও। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি।
টিকিটের জন্য হাহাকার লেগে গেছে। ‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে আছেন নয়নতারা। এ ছাড়া আছেন বিজয় সেতুপতি তো রয়েছেন। ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত ও থালাপতি বিজয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়