ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
উপজেলা পরিষদ নির্বাচন

চট্টগ্রামের চার উপজেলায় নির্বাচন কাল

আবুল হাসেম, চট্টগ্রাম থেকে
  • Update Time : ০৮:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / ১২৫ Time View

আগামীকাল (২৯ মে, বুধবার) তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের চার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চট্টগ্রামে ৪ উপজেলার ৯ লাখ ৬৯ হাজার ৬০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

উপজেলা গুলো হচ্ছে চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা ও বোয়ালখালী। চার উপজেলার ৩৫৬ ভোট কেন্দ্রের ২ হাজার ৩৫৭ বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

অনুষ্ঠিতব্য চার উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে চার উপজেলায় ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিশিয়াল ম্যজিস্ট্রেট নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন তারা।চারটি উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানায়, পটিয়ায় উপজেলায় মোট ১২৮টি কেন্দ্রে ৩ লাখ ৩৪ হাজার ৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

বোয়ালখালীতে মোট ৮৬ টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন করা হবে। মোট ২ লাখ ১০ হাজার ৩৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৫৭৭ জন এবং মহিলা ভোটার ৯৯ হাজার ৭৬৩ জন।

আনোয়ারায় উপজেলায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার তাহাদের ভোটিাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন। অন্যদিকে চন্দনাইশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৫৫১ জন এবং মহিলা ভোটার ৯০ হাজার ৫৬ জন। মোট ৬৮টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

চট্টগ্রামের চার উপজেলার নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক জানান, প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন এবং সাধারণ কেন্দ্রে ৫ জনকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া কেন্দ্রে বুথের সংখ্যার অনুপাতে সর্বনিম্ন ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। ইতিমধ্যে সকল কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

উপজেলা পরিষদ নির্বাচন

চট্টগ্রামের চার উপজেলায় নির্বাচন কাল

আবুল হাসেম, চট্টগ্রাম থেকে
Update Time : ০৮:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

আগামীকাল (২৯ মে, বুধবার) তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের চার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চট্টগ্রামে ৪ উপজেলার ৯ লাখ ৬৯ হাজার ৬০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

উপজেলা গুলো হচ্ছে চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা ও বোয়ালখালী। চার উপজেলার ৩৫৬ ভোট কেন্দ্রের ২ হাজার ৩৫৭ বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

অনুষ্ঠিতব্য চার উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে চার উপজেলায় ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিশিয়াল ম্যজিস্ট্রেট নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন তারা।চারটি উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানায়, পটিয়ায় উপজেলায় মোট ১২৮টি কেন্দ্রে ৩ লাখ ৩৪ হাজার ৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

বোয়ালখালীতে মোট ৮৬ টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন করা হবে। মোট ২ লাখ ১০ হাজার ৩৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৫৭৭ জন এবং মহিলা ভোটার ৯৯ হাজার ৭৬৩ জন।

আনোয়ারায় উপজেলায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার তাহাদের ভোটিাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন। অন্যদিকে চন্দনাইশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৫৫১ জন এবং মহিলা ভোটার ৯০ হাজার ৫৬ জন। মোট ৬৮টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

চট্টগ্রামের চার উপজেলার নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক জানান, প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন এবং সাধারণ কেন্দ্রে ৫ জনকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া কেন্দ্রে বুথের সংখ্যার অনুপাতে সর্বনিম্ন ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। ইতিমধ্যে সকল কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।