ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চকবাজারে সিআইডি’র অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫ Time View

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী মো. তারিকুল ইসলাম ওরফে নয়ন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একাধিক মামলা রয়েছে।

তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে গতকাল (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর চকবাজার এলাকার বড় কাটারা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত ছিল। এসব ভেজাল ও ক্ষতিকর পণ্য ব্যবহারের ফলে সাধারণ মানুষ ক্যান্সারসহ নানা মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ভেজাল ও ক্ষতিকর পণ্যের উৎপাদন ও বিপণনে জড়িত অন্যান্যদেরও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

চকবাজারে সিআইডি’র অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১০:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী মো. তারিকুল ইসলাম ওরফে নয়ন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একাধিক মামলা রয়েছে।

তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে গতকাল (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর চকবাজার এলাকার বড় কাটারা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত ছিল। এসব ভেজাল ও ক্ষতিকর পণ্য ব্যবহারের ফলে সাধারণ মানুষ ক্যান্সারসহ নানা মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ভেজাল ও ক্ষতিকর পণ্যের উৎপাদন ও বিপণনে জড়িত অন্যান্যদেরও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।