ঘোড়াশালে বেদে-হরিজন ও বস্তির নারীদের সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
- Update Time : ০৯:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২১ Time View
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার বেদে, হরিজন ও বস্তি এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বুধবার ৩ ডিসেম্বর সকালে ঘোড়াশাল পৌর সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘোড়াশাল পৌর প্রশাসক আবুবক্কর সিদ্দিকী।
পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাছুম ভূইয়া, পৌর উপ-সহকারী প্রকৌশলী লোকনাথ বর্মন, হিসাবরক্ষক মোঃ শহিদুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মাহাবুব কবির।
এসময় প্রশাসক আবুবক্কর সিদ্দিকী বলেন, “ত্রাণ কিংবা সাময়িক আর্থিক সহায়তা দিয়ে কারও স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। আমরা চাই পিছিয়ে পড়া এই নারীরা সেলাই প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ কারিগর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুক, নিজেদের পরিবারের স্বাবলম্বী করে তুলুক।”
বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারীদের কর্মজীবনে সম্পৃক্ত করবে এবং পরিবারে আর্থিক অবদান রাখার পথ সুগম করবে। এতে তাদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি সমাজেও তারা মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, অংশগ্রহণকারী নারীরা ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলেও জানা গেছে।



































































































































