ঘুষ গ্রহণের ভিডিও ভাইলাল, সিলেটে দুই পুলিশ সদস্য ক্লোজড

- Update Time : ০৯:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৪৩ Time View
সিলেটের বিয়ানীবাজারে কর্মরত ট্রাফিক পুলিশের দুই সদস্যকে ক্লোজ করা হয়েছে।
সামাজিক মাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ায় তাদেরকে ক্লোজ করা হয়। তারা হলেন- সার্জেন্ট দেবাশিষ ও এটিএসআই সাঈদ। তাদের ক্লোজ করে বুধবার রাতে সিলেট পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
সিরেটের বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রীছাউনির ভেতরে মঙ্গলবার এক ব্যক্তির কাছ থেকে টাকা লেনদেনের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে তাদের বিয়ানীবাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।
ভাইরাল হওয়া ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মাছুম নামে সাদা শার্ট পরা এক পরিবহন চালক এটিএসআই সাঈদের হাতে থাকা খাতার মধ্যে এক হাজার টাকার দুটি নোট ঢুকিয়ে দিচ্ছেন। টাকা লেনদেনের পর ভিডিওতে দেখা যায় সার্জেন্ট দেবাশিষকে টাকার বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন সাঈদ। ভাইরাল হওয়া ঘুষ লেনদেনের ভিডিওর বিষয়ে জানতে ট্রাফিক সার্জেন্ট দেবাশিষের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ভিডিওটি সামাজিক মাধ্যমে দেখেছি। অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়