ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঘাটাইলে বিএনপির ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঘাটাইল প্রতিনিধি
  • Update Time : ১১:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১৫২ Time View

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঘাটাইল সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সেন্টু, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও এমপি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। বক্তারা দেশপ্রেম, জাতীয় সংহতি এবং বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,  উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন্নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ছাত্র নেতা শামীম, উপজেলা যুবদল, পৌর যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভার পর একটি সংক্ষিপ্ত র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ জনগণকে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “৭ নভেম্বরের ইতিহাস আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই দিনটি জাতীয় সংহতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রাখে। আমরা চাই নতুন প্রজন্ম এ ইতিহাস জানুক এবং তা স্মরণ করুক।”

ঘাটাইলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি স্থানীয় মানুষের মধ্যে জাতীয় ঐক্য ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেলা ও উপজেলা বিএনপি নেতারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

ঘাটাইলে বিএনপির ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঘাটাইল প্রতিনিধি
Update Time : ১১:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঘাটাইল সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সেন্টু, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও এমপি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। বক্তারা দেশপ্রেম, জাতীয় সংহতি এবং বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,  উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন্নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ছাত্র নেতা শামীম, উপজেলা যুবদল, পৌর যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভার পর একটি সংক্ষিপ্ত র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ জনগণকে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “৭ নভেম্বরের ইতিহাস আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই দিনটি জাতীয় সংহতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রাখে। আমরা চাই নতুন প্রজন্ম এ ইতিহাস জানুক এবং তা স্মরণ করুক।”

ঘাটাইলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি স্থানীয় মানুষের মধ্যে জাতীয় ঐক্য ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেলা ও উপজেলা বিএনপি নেতারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।