গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা’র উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

- Update Time : ১২:০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ২৩৫ Time View
সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে রংপুর ও সিলেটে সফলতার পর এবার রাজধানীর কাকরাইলে বিলাসবহুল ফাইভ স্টার হোটেল ‘গ্র্যান্ড প্যালেসের’ উদ্বোধন হতে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার কাকরাইলে অবস্থিত হোটেলটির কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, এই হোটেল চেইনের প্রথম পাঁচ তারকা হোটেলটি ২০১৮ সালের ৩ মার্চ রংপুরের প্রাণকেন্দ্র জি এল রায় রোড, দ্বিতীয়টি সিলেটের জিন্দাবাজারে ২০২০ সালের ৩ মার্চ চালু হবার পর এবার রাজধানীর কাকরাইলে আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উদ্বোধন হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, হ্যালিপ্যাড সুবিধাসহ দেশী-বিদেশী পর্যটকদের চাহিদা ও সন্তুষ্টি নিয়ে সফলতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ব্যতিক্রমি স্থাপত্য নকশা, অভ্যন্তরীণ সাজ-সজ্জা, গেস্ট রুমের আয়তন, উন্নত মানের আন্তর্জাতিক ও দেশীয় খাবার, দৃষ্টিনন্দন সুইমিংপুল, হেলথ ক্লাব, বার ও কনফারেন্স সুবিধাসহ পর্যটকদের সর্বোচ্চ চাহিদা পূরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
গ্র্যান্ড প্যালেস হোটেল দেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি এই শিল্পে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত করবে এবং ঢাকাবাসী তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনে এক নতুন পূর্ণাঙ্গ ফাইভ স্টার সুবিধা ভোগ করার সুযোগ পাবে।
গ্র্যান্ড প্যালেস হোটেল এস এ গ্রুপ অব কোম্পানীজের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
সুনামধন্য দেশের প্রথম এবং বৃহত্তম কুরিয়ার সার্ভিস এস এ পরিবহনের এবং এস এ টিভির স্বতাধীকারী সফল ব্যবসায়ী জনাব সালাউদ্দিন আহমেদ এর নেতৃত্বে গড়ে উঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বেকারত্ব গুচিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়নে যুগান্তকারী অবদান রেখেছেন।