গোবিন্দগঞ্জ থানা পরিদর্শনে এসপি কামাল হোসেন

- Update Time : ০৩:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৩২৭ Time View
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন (বাৎসরিক) করেছেন জেলা পুলিশের প্রধান মো. কামাল হোসেন; এসপি।
সোমবার (৯ অক্টোবর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি থানা পরিদর্শন করেন। তিনি থানার বিভিন্ন ইউনিট ঘুরে ফিরে দেখেন, প্রয়োজনীয় নোট সংগ্রহপূর্বক কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজ-খবর নেন।
যাওয়ার প্রাক্কালে তিনি থানা চত্বরে একটি বকুল ফুলের গাছ রোপণ করেন। এর আগে গাইবান্ধা জেলা কার্যালয় থেকে গোবিন্দগঞ্জ থানা চত্বরে প্রবেশ করলে অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ একটি চৌকস দল নিয়ে তাকে গার্ড অব অনার প্রদান এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পরে জাতীয় পতাকার বেদীতে সালাম গ্রহণ শেষে মূল ভবনে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট সমূহ, পুরাতন ভবন, আবাসিক ভবন ও বাগান পরিদর্শন শেষে দাপ্তরিক কাগজপত্রে চোখ রাখেন।
পরে থানার সকল অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ইব্রাহিম হোসেন, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আলম শাহ্ ও অফিসারবৃন্দ।