গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে অভিনেতা
- Update Time : ০৫:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৩ Time View
‘খোসলা কা ঘোসলা’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা পারভিন দাবাস। তার ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পারভিন দাবাস। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পারভিন দাবাস বর্তমানে ভারতের বান্দ্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। পারভিন দাবাসের সঙ্গে রয়েছেন স্ত্রী প্রীতি জাঙ্গিয়ানি।
অভিনেতার স্পোর্টস টিম প্রো পাঞ্জা লিগের তরফ থেকে বিবৃতি দুর্ঘটনার খবর জানানো হয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রো পাঞ্জা লীগের সহ-প্রতিষ্ঠাতা পারভিন দাবাস হাসপাতালে ভর্তি। তিনি এই মুহূর্তে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
পারভিন দাবাস ‘খোসলা কা ঘোষলা’, ‘মাই নেম ইজ খান’, ‘মনসুন ওয়েডিং’, ‘রাগিনি এমএমএস-২’সহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
নওরোজ/এসএইচ



































































































































































































