গাজীপুরে বনের জমি থেকে অবৈধ কলোনী উচ্ছেদ

- Update Time : ০৫:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৪৪ Time View
গাজীপুরে যৌথ বাহিনীর উদ্যোগে বনবিভাগের জমি উচ্ছেদ অভিযানে ৭ একর জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর গ্রাম এলাকায় এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ এ তথ্য জানান।
বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগের জমি অবৈধভাবে দখলদারিত্বের বিরুদ্ধে যৌথ বাহিনীর উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে বন বিভাগের ৭ একর জমি উদ্ধার করা হয়।উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা, গাজীপুরের পোড়াবাড়ি ওয়াইল্ড লাইফ সেন্টার, ৪৬ ডিভ লকেটিং আর্টিলারী ক্যাপ্টেন অর্ণব, শ্রীপুর থানা ইনস্পেকটর অপারেশন নয়ন কর প্রমুখ।
উচ্ছেদ অভিযান পরিচালনা কালীন কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি এবং এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে বন বিভাগ হতে জানায়।
নওরোজ/এসএইচ