গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ২৭৭ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন রোড এলাকায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে গাজীপুরে আমরা সবচেয়ে বেশি মামলা খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। দল যদি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে, তাহলে গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন আমি পাবো। দেশের চলমান সংকট মোকাবিলায় এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায়ের সমাজ গঠনে বিএনপির কর্মসূচিই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। সভায় উপস্থিত ছিলেন— টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান মধু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, নোয়াখালী জনকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল, যুবদল নেতা জসিম, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান,
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে আস্থা প্রকাশ করেন এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।







































































































































































































