ব্রেকিং নিউজঃ
গাজীপুর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক আনু গ্রেপ্তার

মোঃ হানিফ হোসেন
- Update Time : ০৪:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯৭ Time View
গাজীপুরে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আনোয়ারা সরকার গত ৫ই আগস্টের পর উত্তরা এলাকায় আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) আলমগীর হোসেন জানান, গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপরে হামলার ঘটনায় আনোয়ারা সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আনোয়ারা সরকারের বিরুদ্ধে ৫ আগস্টের মামলাও রয়েছে।