গাজা নিয়ে সেনাবাহিনীকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর নতুন নির্দেশ
- Update Time : ০৬:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৮২ Time View
গাজা নিয়ে সেনাবাহিনীকে নতুন নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি উপত্যকার সব টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী উপত্যকায় থাকা টানেল ধ্বংসের অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) আমাদের নিয়ন্ত্রণাধীন ‘ইয়োলো লাইনে’ টানেল ধ্বংসকেই প্রধান কাজ হিসেবে অগ্রাধিকার দিতে— একই সঙ্গে সেনা সদস্য ও সীমান্তবর্তী সম্প্রদায়গুলোর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।
তিনি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত ও সেন্টকম কমান্ডারদের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব আলোচনার লক্ষ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং ‘টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করা।’
কাটজ বলেন, হামাসের টানেল ধ্বংস ও তাদের নিরস্ত্রীকরণই গাজায় বিজয় অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। সবচেয়ে জরুরি নৈতিক দায়িত্ব হলো সব জিম্মি ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা। আমরা এই পবিত্র ও গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘গাজায় আমাদের যোদ্ধারা হামাসের বিরুদ্ধে যে মহান বিজয় অর্জন করেছে, সেটিকে পূর্ণতা দিতে গাজার নিরস্ত্রীকরণ এবং ৬০ শতাংশ অবশিষ্ট টানেলের ধ্বংসই এখন মূল কৌশলগত লক্ষ্য।’







































































































































































































