গাইবান্ধায় বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে সভা

- Update Time : ০৮:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৫০ Time View
গাইবান্ধা, শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম,স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি
সোমবার স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটি এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জিএম চৌধুরী মিঠু।
সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান, সাংবাদিক গোবিন্দলাল দাস, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাজহাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক রূপম রশিদ, গোলাম মারুফ মনা, রেজাউন্নবী রাজু, মনজুর আলম মিঠু, রেবতী বর্মন, প্রমুখ।
গাইবান্ধার প্রধান বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি সংক্রান্ত সাম্প্রতিক আন্দোলনের অংশগ্রহণকারী প্রবীণ শিক্ষক মাজহারউল মান্নান, রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ ও বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তির এবং বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই সভা থেকে অবিলম্বে স্মৃতিস্তম্ভ নির্মাণের জোর দাবি জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়