ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাবেক মন্ত্রী শাজাহান খানের ভাই গ্রেফতার বেতন-বোনাসের দাবিতে রসিকের প্রধান নির্বাহীকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মচারীরা ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অসহায় ও গরীব দুস্থদের মাঝে বিত্তবানদের এগিয়ে আসতে হবে সাময়িক বরখাস্ত কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকির  বিচারপতি খিজির হায়াতকে অপসারণ চলন্ত অবস্থায় মাঝরাস্তায় কুবির বিআরটিসি বাসের ব্রেক বিকল সোনালী পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল সুবিধার বদলে নতুন ভোগান্তি লিপি খান ভরসার জামিন আবেদন নামঞ্জুর: কারাগারে প্রেরণ মামলা থেকে নাম কাটতে চাঁদা দাবির মামলায় ২ দিনের রিমান্ডে ব্যবসায়ী

গণহত্যার বিচার নিয়ে বিশ্বের কারও কোনো প্রশ্ন থাকবে না : চিফ প্রসিকিউটর

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৪:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৬ Time View

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গত জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার বিচার এমনভাবে করা হবে যাতে বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আগে বিচার করা হবে রাজধানীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাঈদ হত্যাকাণ্ডের বিচার। শুধু তাই নয়, বিচারটি এমনভাবে করা হবে, যাতে এ বিচার নিয়ে দেশে-বিদেশে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে।

তাজুল ইসলাম বলেন, বিপ্লব করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন, অনেকে নানা অঙ্গ হারিয়েছেন। তাই তাদের প্রতি জাতির একটা দায়বদ্ধতা আছে। বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য-উপাত্ত বের করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কার্যক্রম চলমান থাকলেও ট্রাইব্যুনালে বিচারপতি না থাকায় বিচার কার্যক্রম থমকে আছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আবু আহমেদ জমাদার গত ১৩ জুলাই অবসরে যান। অন্য এক সদস্য বিচারপতি হাইকোর্টে ফিরে গেছেন। বর্তমানে ট্রাইব্যুনালে কোনো বিচারপতি নেই। তবে এক সপ্তাহের মধ্যে বিচারপতি নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের আশা করছেন বলে গত ১৫ সেপ্টেম্বর জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এসময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।

নওরোজ/এসএইচ

 

Please Share This Post in Your Social Media

গণহত্যার বিচার নিয়ে বিশ্বের কারও কোনো প্রশ্ন থাকবে না : চিফ প্রসিকিউটর

নওরোজ ডেস্ক
Update Time : ০৪:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গত জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার বিচার এমনভাবে করা হবে যাতে বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আগে বিচার করা হবে রাজধানীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাঈদ হত্যাকাণ্ডের বিচার। শুধু তাই নয়, বিচারটি এমনভাবে করা হবে, যাতে এ বিচার নিয়ে দেশে-বিদেশে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে।

তাজুল ইসলাম বলেন, বিপ্লব করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন, অনেকে নানা অঙ্গ হারিয়েছেন। তাই তাদের প্রতি জাতির একটা দায়বদ্ধতা আছে। বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য-উপাত্ত বের করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কার্যক্রম চলমান থাকলেও ট্রাইব্যুনালে বিচারপতি না থাকায় বিচার কার্যক্রম থমকে আছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আবু আহমেদ জমাদার গত ১৩ জুলাই অবসরে যান। অন্য এক সদস্য বিচারপতি হাইকোর্টে ফিরে গেছেন। বর্তমানে ট্রাইব্যুনালে কোনো বিচারপতি নেই। তবে এক সপ্তাহের মধ্যে বিচারপতি নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের আশা করছেন বলে গত ১৫ সেপ্টেম্বর জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এসময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।

নওরোজ/এসএইচ