ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি রংপুরে বিএনপিকর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতার নামে মামলা গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ উগ্রবাদীদের কবলে জাতীয় প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
ফ্যাসিবাদের দোসর গণমাধ্যম কর্মীদের ছাড় দেয়া হবে না

গণমাধ্যমের নীতিমালা করতে আগামী সপ্তাহেই কমিশন গঠন হচ্ছে : নাহিদ ইসলাম

আরিফুল হক নভেল
  • Update Time : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫০ Time View

ডিএফপির মাধ্যমে বিজ্ঞাপন বন্টন, আটকে থাকা ক্রোড়পত্রের বিল পরিশোধ, ক্রোড়পত্র বিতরণসহ সংবাদপত্র শিল্পে থাকা সমস্যার উপর আয়োজিত এক মতবিনিময় সভায় স্মরণকালের সর্ববৃহৎ মিলনমেলা অনুষ্ঠিত হয় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) সংবাদ প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের নিয়ে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

সংবাদপত্র শিল্পের সমস্যা ও এর কারণ সমূহ নির্ণয় করে আশু সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ঢাকার সবকটি জাতীয় দৈনিকসহ সারাদেশের মিডিয়াভুক্ত পত্রিকার সম্পাদক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নওরোজ সম্পাদক শামসুল হক দুররানী, আমাদের বাংলা সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, কলের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, নয়াদিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, ইত্তেফাকের অশোক কুমার সিংহ, আজকের পত্রিকার মিজানুর রহমান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক এম আব্দুল্লাহসহ প্রথম আলো, সংবাদ, সংগ্রাম, নিউ নেশনসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এ জন্য নীতিমালা দরকার। আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা করা হবে বলে জানান তিনি।

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, অনেক সংবাদকর্মী ফ্যাসিবাদের দোসর ছিলেন। তাদের বিচার করা হবে। কে সাংবাদিক, কে কবি তা দেখা হবে না।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। এ অবস্হায় ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের কোনো ছাড় দেয়া হবে না।

অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডিজিটাল করার প্রক্রিয়া চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, সংবাদপত্র শিল্পে অনেক সমস্যা রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিএফপির নবনিযুক্ত মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ফ্যাসিবাদের দোসর গণমাধ্যম কর্মীদের ছাড় দেয়া হবে না

গণমাধ্যমের নীতিমালা করতে আগামী সপ্তাহেই কমিশন গঠন হচ্ছে : নাহিদ ইসলাম

আরিফুল হক নভেল
Update Time : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ডিএফপির মাধ্যমে বিজ্ঞাপন বন্টন, আটকে থাকা ক্রোড়পত্রের বিল পরিশোধ, ক্রোড়পত্র বিতরণসহ সংবাদপত্র শিল্পে থাকা সমস্যার উপর আয়োজিত এক মতবিনিময় সভায় স্মরণকালের সর্ববৃহৎ মিলনমেলা অনুষ্ঠিত হয় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) সংবাদ প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের নিয়ে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

সংবাদপত্র শিল্পের সমস্যা ও এর কারণ সমূহ নির্ণয় করে আশু সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ঢাকার সবকটি জাতীয় দৈনিকসহ সারাদেশের মিডিয়াভুক্ত পত্রিকার সম্পাদক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নওরোজ সম্পাদক শামসুল হক দুররানী, আমাদের বাংলা সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, কলের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, নয়াদিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, ইত্তেফাকের অশোক কুমার সিংহ, আজকের পত্রিকার মিজানুর রহমান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্হাপনা পরিচালক এম আব্দুল্লাহসহ প্রথম আলো, সংবাদ, সংগ্রাম, নিউ নেশনসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এ জন্য নীতিমালা দরকার। আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা করা হবে বলে জানান তিনি।

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, অনেক সংবাদকর্মী ফ্যাসিবাদের দোসর ছিলেন। তাদের বিচার করা হবে। কে সাংবাদিক, কে কবি তা দেখা হবে না।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। এ অবস্হায় ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের কোনো ছাড় দেয়া হবে না।

অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডিজিটাল করার প্রক্রিয়া চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, সংবাদপত্র শিল্পে অনেক সমস্যা রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিএফপির নবনিযুক্ত মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব।

নওরোজ/এসএইচ