খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন

- Update Time : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৯ Time View
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে অবস্থিত খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে শতবর্ষপূর্তি অনুষ্ঠান।
শনিবার (২৪ ফেব্রুয়ারি ) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
এসময় তাঁকে ফুল দিয়ে বরন করে নেন খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাজী মনিরুল ইসলাম, খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোস্তফা কামাল ও অধ্যক্ষ জনাব মো: আলী আশরাফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের জন্য যারা জমি দান করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তিনি উপজেলার বিদ্যালয়গুলোকে পর্যাপ্ত সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।