খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে চার উপদেষ্টার স্বাক্ষর
- Update Time : ১০:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ৪২ Time View
আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তারা শোকবইয়ে স্বাক্ষর করেন।
শোকবইয়ে স্বাক্ষরকারী উপদেষ্টারা হলেন—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও শোকবইয়ে স্বাক্ষর করেন। তারা একে একে শোকবইয়ে তাদের অনুভূতি লিপিবদ্ধ করেন এবং প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় কার্যালয়ে শোকাতুর পরিবেশে তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উপদেষ্টারা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বিএনপির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শোকবইয়ে স্বাক্ষর শেষে সংবাদমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
এদিকে বিকেল থেকেই গুলশান কার্যালয়ে বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভিড় বাড়তে থাকে। তিন উপদেষ্টার আগমনের সময় কার্যালয়ে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করছিল।
বিএনপি সূত্র জানায়, এদিন বেগম জিয়ার মৃত্যুর পর শোকবই খোলা হলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধি দল এতে স্বাক্ষর শুরু করেন। বিকাল তিনটা থেকে এই শোকবইয়ে এখন পর্যন্ত ২৮টি দেশের কূটনীতিকরা স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছেন চীন, ভারত, পাকিস্তান জার্মান, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার,ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেনসহ, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮টি দেশের কূটনীতিকরা।
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সংসদ ভবন প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






























































































































































































