ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ শেষবার গুলশানে বাসায় নেয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তথ্য, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টার শোক ‘রাষ্ট্রীয় পুরস্কার নিজ হাতে আমার গলায় পরিয়ে দিয়েছিলেন’ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম: শেখ হাসিনা ৩০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন জমা খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি স্বামীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার সাড়ে ৩টায় খালেদা জিয়ার দাফন

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না: নুর

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০১:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৮৯২ Time View

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। আমরা মনে করি, জাতীয় এই নেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে সব রাজনৈতিক দলের উচিত এ আসনে প্রার্থী না দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুরে ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে ও জেলার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নুর আরও বলেন, কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষি প্রধান দেশেও পেঁয়াজ ও মরিচের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল। তিস্তা মহা প্রকল্পে প্রতিবন্ধকতার কারণে উত্তরের মানুষ বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নতুন কৃষি নীতি প্রণয়ন ও শক্তিশালী পররাষ্ট্রনীতি জরুরি।

সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের অন্যান্য উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না: নুর

দিনাজপুর প্রতিনিধি
Update Time : ০১:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। আমরা মনে করি, জাতীয় এই নেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে সব রাজনৈতিক দলের উচিত এ আসনে প্রার্থী না দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুরে ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে ও জেলার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নুর আরও বলেন, কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষি প্রধান দেশেও পেঁয়াজ ও মরিচের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল। তিস্তা মহা প্রকল্পে প্রতিবন্ধকতার কারণে উত্তরের মানুষ বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নতুন কৃষি নীতি প্রণয়ন ও শক্তিশালী পররাষ্ট্রনীতি জরুরি।

সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের অন্যান্য উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।