খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না: নুর
- Update Time : ০১:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৮৯২ Time View
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। আমরা মনে করি, জাতীয় এই নেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে সব রাজনৈতিক দলের উচিত এ আসনে প্রার্থী না দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুরে ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে ও জেলার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নুর আরও বলেন, কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষি প্রধান দেশেও পেঁয়াজ ও মরিচের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল। তিস্তা মহা প্রকল্পে প্রতিবন্ধকতার কারণে উত্তরের মানুষ বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নতুন কৃষি নীতি প্রণয়ন ও শক্তিশালী পররাষ্ট্রনীতি জরুরি।
সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের অন্যান্য উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।


































































































































































































