খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির
- Update Time : ০১:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৩৮ Time View
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে তিনি দেখতে যান। এ সময় তার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, বর্তমানে গভীর সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। আমি তাকে কাছ থেকে দেখে এসেছি। তার ডায়ালায়সিস চলছে। তিনি ডিপ সিচুয়েশনে আছেন।
জামায়াত আমির বলেন, উনি এখনও সার্ভাইভ করছেন। সুস্থ হয়ে আবারও জাতির কাজে তিনি নিজেকে নিয়োজিত করতে পারবেন বলে প্রত্যাশা করছি। তাকে দেখে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।
এর আগে খালেদা জিয়াকে দেখতে যান সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তারা হাসপাতালে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন।
এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।
লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তার অনুসারীরা।


































































































