খাগড়াছড়িতে আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না বাবা-ছেলে

- Update Time : ১০:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১৮৯ Time View
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশা চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ইমন মিয়া (২২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর থেকে তাদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। তথ্য প্রযুক্তির বিশ্লেষণ ও গোপন তদন্তের ভিত্তিতে এ অভিযানে নেতৃত্ব দেন তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন রনি।
গ্রেপ্তার আসামিরা হলো আল মাহাবুব (৩৭) ও দিল মোহাম্মদ (৬৫)। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের মারুয়াদী। বুধবার পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ইমন হত্যা মামলার এ দুই আসামি খাগড়াছড়ির ইসলামপুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় বুধবার সকালে গ্রেপ্তার হয়। মামলার বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার দায় স্বীকার করেছে।
তদন্তে জানা যায়, ইমনসহ মারুয়াদী বাজারের কয়েকজন ব্যক্তি অটোরিকশা চুরির ঘটনায় এ মামলার আরেক আসামি এমরানকে আটকে রাখে। এ ঘটনায় অন্য আসামিরা এমরানকে ছাড়িয়ে নিতে গিয়ে ইমনকে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আল মাহাবুব ও দিল মোহাম্মদকে মামলার মূল রহস্য উদঘাটনের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোর্পদ করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ অক্টোবর রাতে মামলার ৯ নম্বর আসামি এমরান একটি অটোরিকশা চুরি করে পালানোর সময় মারুয়াদী বাজারের লোকজন তাকে আটক করে। এ মামলার বাদী সিরাজ মিয়া ও তার ছোট ছেলে ইমন ও বড় ছেলে ফয়সাল ঘটনাস্থলে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে এমরানকে ছাড়িয়ে নেওয়ার সময় বাদীর ছোট ছেলে ইমন, বাদীর বড় ছেলে ফয়সালসহ ও উপস্থিত লোকজনদের কুপিয়ে গুরুতর আহত করে। ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ অক্টোবর মারা যান। এ ঘটনার পরদিন বাদী আসামিদের নামে আড়াইহাজার থানায় মামলা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়