ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৩০০ Time View

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করে দিয়েছে জামায়াতে ইসলামী। তাকে বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলেছে তার দল।

এক সাক্ষাৎকারে আমির হামজা এ কথা বলেছেন বলে জানিয়েছে একটি গণমাধ্যম।

তরুণ এই ইসলামি বক্তা বলেন, ‘সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন, মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি। এখন থেকে কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’

সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘কোনো বিষয়ে তুলনা করে কথা বললেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া নিয়ে বক্তব্যের সমালোচনা হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলেছি। এটা মুখ ফসকে হয়েছে। এ জন্য ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে ছাত্রলীগের জমানায় জুলুম-অত্যাচার হয়েছে। বাথরুমে নামাজ আদায় করার কথা শুনেছি। কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বিষয়ে আমির হামজা বলেন, ‘আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। ক্যাম্পাসে কী হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম? এখন বলেছে, এসব বোতলে পানি খায়। যদি তা-ই হয় আমি দুঃখিত। ওয়াজ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি, এতে ভুল হয়। আওয়ামী লীগের আমলে জেলখানায় আমার ওপর অত্যাচার হয়েছে। আমি এখনো সুস্থ নই। কথা বলতে গেলে ভুল হয়, সতর্ক থাকব।’

এর আগে ভারতের আলোচিত দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্যের প্রশংসা করে তুমুল সমালোচনার মধ্যে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। তবে এই বক্তব্যের জন্য এক পর্যায়ে ক্ষমা চান আমির হামজা।

এ প্রসঙ্গে আমির হামজা বলেন, ‘মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে আমি এ কথা বলেছিলাম। এ জন্য মাফ চেয়েছি, আর কোনো দিন এসব বলব না। কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি।’

গত মে মাসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কিন্তু সম্প্রতি তার নানা বক্তব্য নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তিনি।

দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার বাড়ি কুষ্টিয়ায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন।

Please Share This Post in Your Social Media

ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা

রাজনীতি ডেস্ক
Update Time : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করে দিয়েছে জামায়াতে ইসলামী। তাকে বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলেছে তার দল।

এক সাক্ষাৎকারে আমির হামজা এ কথা বলেছেন বলে জানিয়েছে একটি গণমাধ্যম।

তরুণ এই ইসলামি বক্তা বলেন, ‘সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন, মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি। এখন থেকে কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’

সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘কোনো বিষয়ে তুলনা করে কথা বললেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া নিয়ে বক্তব্যের সমালোচনা হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলেছি। এটা মুখ ফসকে হয়েছে। এ জন্য ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে ছাত্রলীগের জমানায় জুলুম-অত্যাচার হয়েছে। বাথরুমে নামাজ আদায় করার কথা শুনেছি। কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বিষয়ে আমির হামজা বলেন, ‘আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। ক্যাম্পাসে কী হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম? এখন বলেছে, এসব বোতলে পানি খায়। যদি তা-ই হয় আমি দুঃখিত। ওয়াজ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি, এতে ভুল হয়। আওয়ামী লীগের আমলে জেলখানায় আমার ওপর অত্যাচার হয়েছে। আমি এখনো সুস্থ নই। কথা বলতে গেলে ভুল হয়, সতর্ক থাকব।’

এর আগে ভারতের আলোচিত দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্যের প্রশংসা করে তুমুল সমালোচনার মধ্যে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। তবে এই বক্তব্যের জন্য এক পর্যায়ে ক্ষমা চান আমির হামজা।

এ প্রসঙ্গে আমির হামজা বলেন, ‘মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে আমি এ কথা বলেছিলাম। এ জন্য মাফ চেয়েছি, আর কোনো দিন এসব বলব না। কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি।’

গত মে মাসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কিন্তু সম্প্রতি তার নানা বক্তব্য নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তিনি।

দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার বাড়ি কুষ্টিয়ায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন।