মির্জা ফখরুল
ক্ষমতায় গেলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধে গুরুত্ব দেবে বিএনপি
- Update Time : ০৫:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২৬ Time View
বিএনপি ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর রাবার ড্যাম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের ভোটে দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু। ন্যায্য পানির হিস্যা, সীমান্তে হত্যা বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে।
তিনি আরও বলেন, ভারত প্রতিবেশী দেশ। ইচ্ছা করলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে।
ফখরুল বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সবকিছু নিয়ে গেছে। কিন্তু আমাদের কিছু দেয়নি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে এখানে আসেন। আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ হবে।
বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল: মির্জা ফখরুল
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































